Sabyasachi Dutta Exclusive Interview : ‘ন্যাঁড়া বেলতলায় একবারই যায়…’ কেন বললেন সব্যসাচী!

Sabyasachi Dutta Exclusive Interview : বাংলায় একটি প্রচলিত প্রবাদ রয়েছে, ন্য়াঁড়া বেলতলায় একবার যায়। আজ একটি প্রশ্নের মুখোমুখি হয়ে সেই প্রবাদই আওড়ালেন তৃণমূল নেতা।

Sabyasachi Dutta Exclusive Interview : 'ন্যাঁড়া বেলতলায় একবারই যায়...' কেন বললেন সব্যসাচী!
কথাবার্তা অনুষ্ঠানে সব্যসাচী দত্ত
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2022 | 12:22 AM

কলকাতা : বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করার পর প্রথমবার টিভি৯ বাংলার পর্দায় তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। কথাবার্তা অনুষ্ঠানে টিভি৯ ডিজিটালের এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের মুখোমুখি হয়ে জবাব দিলেন বিভিন্ন প্রশ্নের। তৃণমূল থেকে বিজেপি। বিজেপি ঘুরে দুই বছরের মধ্যেই আবার তৃণমূলে ফিরে আসা। এক বর্ণময় রাজনৈতিক জীবন জড়িয়ে রয়েছে ব্যক্তি সব্য়সাচী দত্ত জীবনের সঙ্গে। বাংলায় একটি প্রচলিত প্রবাদ রয়েছে, ন্য়াঁড়া বেলতলায় একবার যায়। আজ একটি প্রশ্নের মুখোমুখি হয়ে সেই প্রবাদই আওড়ালেন তৃণমূল নেতা।

তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ভবিষ্যতে এমন কোনও পরিস্থিতি এলে এটা নিশ্চয় আপনাকে ভাবাবে আর দল বদল করব কি করব না! এই প্রশ্নের উত্তরে তিনি বলে ওঠেন, “না না ন্য়াঁড়া বেলতলায় একবার যায় আর না। দূর থেকে চাঁদ দেখতে ভালো লাগে। চাঁদ দেখতে গিয়েছিলাম আর না।” বিজেপিকে বেলতলা হিসেবে উল্লেখ করার কারণটাই বা কী! প্রসঙ্গত তিনি ২০১৯ সালের ১ অক্টোবর তিনি তৃণমূল ছেড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ভারতী জনতা পার্টিতে যোগ দেন। তারপর ২০২০ সালে রাজ্য বিজেপির সম্পাদক হিসেবে নিযুক্ত হন। তারপরেই আসে ২১ এর বিধানসভা নির্বাচন। বিধাননগর কেন্দ্র থেকে তিনি বিজেপির টিকিটে প্রার্থী হন। প্রতিপক্ষ ছিল বর্তমান দমকল মন্ত্রী সুজিত বসু।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে সব্যসাচীর ঝুলিতে কিছুই যায়নি। খালে হাতে ফিরতে হয় একদা বিধাননগরের মেয়রকে। বিধাননগরের জনগণ মমতার দলকেই বেছে নেন। বিধাননগর থেকে বিধায়ক হন সুজিত বসু। এদিন সাক্ষাতকারে সব্যসাচী দাবি করেছেন যে, মমতার ছবি দেখেই মানুষ ভোট দেন। সুজিত বা সব্যসাচী এইখানে ফ্যাক্টর নয়। যিনি বিজেপিতে যোগ দেওয়ার আগে ছিলেন মেয়র কিন্তু বিজেপিতে বেশি প্রাপ্তির আশায় গিয়েও খালি হাতে ফিরতে হয় তাঁকে। তাই তিনি বলেছেন, এই বেলতলায় আর নয়।

আরও পড়ুন : Sabyasachi Dutta Exclusive Interview : ‘জানতামই না ওইদিন তৃণমূলের ঘরে ফিরব, সবটাই কাকতালীয়’