Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sajal Ghosh on Tapas Roy: ‘তাপস রায় দাঁড়ালে সুদীপ হেরে যাবেন’, ‘কাকু’কে প্রণাম করতে এসে জানালেন সজল

Sajal Ghosh on Tapas Roy: আজ সজল ঘোষ জানিয়েছেন তিনি রাজনৈতিক কারণে আসেননি তাপস রায়ের বাড়ি। বলেছেন, "তাপসকাকু আমাদের রাজনৈতিক গুরু।উনি ভদ্র মানুষ। অসামাজিক দল ছেড়েছেন। সেই কারণে ওনাকে প্রণাম করতে এলাম।"

Sajal Ghosh on Tapas Roy: 'তাপস রায় দাঁড়ালে সুদীপ হেরে যাবেন', 'কাকু'কে প্রণাম করতে এসে জানালেন সজল
সজল ঘোষ ও তাপস রায় Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2024 | 1:59 PM

কলকাতা: কখনও শোনা যাচ্ছে দমদম। কখনও উত্তর কলকাতা। যত দিন যাচ্ছে প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়ের বিরুদ্ধে জল্পনা তত বাড়ছে। আদৌ বিজেপি-তে যোগ দেবেন তিনি? তাহলে কি বিজেপি-র প্রার্থী হবেন? এই সব প্রশ্নের উত্তরের মধ্যেই মঙ্গলবার আবার সকালে তাপসের রায়ের বাড়িতে পৌঁছলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। ‘কাকু’-কে প্রণাম করতে এসেছেন বলে জানালেন তিনি।

আজ সজল ঘোষ জানিয়েছেন তিনি রাজনৈতিক কারণে আসেননি তাপস রায়ের বাড়ি। বলেছেন, “তাপসকাকু আমাদের রাজনৈতিক গুরু।উনি ভদ্র মানুষ। অসামাজিক দল ছেড়েছেন। সেই কারণে ওনাকে প্রণাম করতে এলাম।” সজল আরও জানিয়েছেন, “উনি বিজেপিতে এলে খুশি হব।” একই সঙ্গে তৃণমূল ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বলেছেন, “তাপস রায় যদি উত্তর কলকাতায় দাঁড়ান অবশ্যই জিতবেন। এত দিন অস্পৃশ্যদের দলে ছিলেন।”

প্রসঙ্গত, সোমবার তৃণমূলের উপর একরাশ ক্ষোভ উগরে দিয়ে তাপস রায় ছাড়েন বিধায়ক পদ ও দল। আক্ষেপের সুরে জানিয়েছেন, তাঁর বাড়িতে যেদিন ইডি এসেছিলেন সেই নিয়ে একবারও মুখ্যমন্ত্রী কোনও কথাই বলেননি। অথচ শেখ শাহজাহানকে নিয়ে বিধানসভায় বললেন ওকে টার্গেট করা হচ্ছে। অভিমান ঝরে পড়ে তাঁর গলায়।