AMTA Student Death: আনিস মৃত্যুর প্রতিবাদে কেন দেখা নেই পদ্মের? কী বলছে বঙ্গ বিজেপি?
AMTA Student murder: ছাত্র রাজনীতির সঙ্গে ওয়াকিবহালদের মতে, হোক কলরবের পরে এত ব্যাপক ব্যাপ্তি দেখা যায়নি কোনও ছাত্র আন্দোলনের। প্রায় সমস্ত ছাত্র সংগঠনের সমর্থন দেখা গিয়েছে মঙ্গলবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মহাকরণ অভিযানে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা মেলেনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কোনও পরিচিত মুখের।
কলকাতা : মঙ্গলবার বিকেলে এক বিশাল ছাত্র বিক্ষোভের সাক্ষী থাকল কলকাতা (Student Protest in Kolkata)। ছাত্র রাজনীতির সঙ্গে ওয়াকিবহালদের মতে, হোক কলরবের পরে এত ব্যাপক ব্যাপ্তি দেখা যায়নি কোনও ছাত্র আন্দোলনের। প্রায় সমস্ত ছাত্র সংগঠনের সমর্থন দেখা গিয়েছে মঙ্গলবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মহাকরণ অভিযানে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা মেলেনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কোনও পরিচিত মুখের। মূলত দুটি ছাত্র সংগঠনের দেখা মেলেনি মঙ্গলবারে কর্মসূচি। প্রথমটি খুব স্বাভাবিকভাবেই শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ এবং অন্যটি এবিভিপি। এর আগে গতকাল অর্থাৎ, সোমবারও আনিস মৃত্যুর প্রতিবাদে মোমবাতি মিছিলের ডাক দিয়েও পরবর্তী সময়ে তা কর্মসূচি বদলে দাড়িভিট ইস্যু রাখা হয়েছিল জেলা বিজেপির তরফে। তখন থেকেই প্রশ্ন উঠছিল কেন বিজেপি নিজেদের দূরে সরিয়ে রাখছে বিষয়টি থেকে? মঙ্গলবার সেই সব প্রশ্নের জবাব দিলেন বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।
মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, “এটা নিয়ে বিতর্ক করা হচ্ছে। সবাই ঘোলা জলে নেমে পড়েছে, বিজেপি সেই রাজনীতি সমর্থন করে না। কিন্তু যারা তাঁকে খুন করল, তার প্রকৃত তদন্ত চাই।” সেইসঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশকে বাদ দিয়ে তদন্ত হোক, এমন দাবিও তুলেছেন তিনি। বিজেপি মুখপাত্র আরও বলেন, “সিবিআই তদন্তের দাবি চেয়েছে তার (আনিস খান) পরিবার।” তাহলে গতকাল আনিসে মৃত্যুর প্রতিবাদে মোমবাতি মিছিলের ডাক দিলেও কেন তা আবার বদল করা হল? এমন অস্বস্তিকর প্রশ্নও সোজা ব্যাটেই খেলে গেলেন শমীক বাবু। তাঁর সাফ কথা, “রাজ্য বিজেপি মিছিল ডাকেনি,জেলা নেতৃত্ব ডেকেছিল। ভাষা দিবস ছিল (গতকাল), তাই হয়তো কমসূচি পরিবর্তন করেছে।” এর পাশাপাশি বঙ্গ বিজেপির আরও বক্তব্য, সিটের উপর কোনও আস্থা নেই। বিচারকের পর্যবেক্ষণে তদন্ত হোক।
সিট ঘটনার তদন্তভার গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু তারপরেও বিষয়টি নিয়ে সন্তুষ্ট নন বঙ্গ বিজেপি নেতৃত্ব। দলীয় মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “ঘটনা ঘটে যাওয়ার পর সাসপেন্ড করে কী হবে? সঠিকভাবে তথ্য সংগ্রহ হয়নি।” উল্লেখ্য, এর আগে সোমবার বিজেপি নেতা সায়ন্তন বসুকে বলতে শোনা গিয়েছিল, আনিসের পোস্টে জেহাদি তথ্য রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই ধরনের মন্তব্যের পর ফের সেই আনিস খানের মৃত্যুর প্রতিবাদে মোমবাতি মিছিলে বা বিক্ষোভ মিছিলে পা মেলানোটা বিজেপির জন্য একটু অস্বস্তিকর তো বটেই।
আরও পড়ুন : AMTA Student Death: পুলিশ, ক্ষমতা আর রিজওয়ান- ১৫ বছর আগের স্মৃতি উস্কে দিচ্ছে আনিস মৃত্যু রহস্য
আরও পড়ুন : Bus Fare: বাস-মিনিবাসে অতিরিক্ত ভাড়া? পরিবহন দফতরের থেকে হলফনামা চাইল হাইকোর্ট