Sandhya Mukhrjee: কেওড়াতলায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য গীতশ্রীর
Sandhya Mukhrjee: বুধবার সকাল থেকে রবীন্দ্র সদনে শায়িত ছিল শিল্পীর দেহ। পূর্ণ মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হচ্ছে, রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা : করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। সেটাই যে হবে তাঁর শেষ লড়াই, তা অনুমান করেননি তাঁর অনুগামীরা। অবশেষে লড়াই শেষ হয় মঙ্গলবার সন্ধ্যায়। সুরের আকাশে কার্যত অন্ধকার করে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার সকাল থেকে তাঁর দেহ শায়িত রাখা হয় রবীন্দ্র সদনে। রাজনীতি, সংস্কৃতি থেকে শুরু করে বিভিন্ন জগতের মানুষ এ দিন তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন সেখানে। অন্যদিকে, উত্তরবঙ্গ সফর সেরে তড়িঘড়ি কলকাতায় ফিরলেন মমতা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের।
LIVE NEWS & UPDATES
-
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য গীতশ্রীর
কেওড়াতলা মহাশ্মশাণে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। গান স্যালুটে জানানো হচ্ছে শেষ সম্মান। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা সহ বহু রাজনৈিক নেতা। রয়েছেন বহু ভক্ত।
-
সন্ধ্যার শেষযাত্রায় ভক্তরা, সামনের সারিতেই মমতা
রবীন্দ্র সদন থেকে সন্ধ্যার শেষযাত্রা এগিয়ে চলেছে কেওড়াতলা মহাশ্মশানের দিকে। প্রিয় গায়িকাকে শেষবারের মতো দেখতে রাস্তার দু পাশে ভিড় জমিয়েছেন বহু মানুষ। আর সেই শেষযাত্রার সামনের সারিতেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ।
-
-
শববাহী গাড়িতে তোলা হল শিল্পীর দেহ
শববাহী গাড়িতে তোলা হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেহ। নিয়ে যাওয়া হচ্ছে কেওড়াতলা শ্মশানের দিকে। সেই গাড়ির পিছনে রয়েছে বহু ভক্ত ও অনুরাগীর ভিড়।
-
দূর-দূরান্ত থেকে শেষবার প্রিয় শিল্পীকে দেখতে এসেছেন মানুষ
এ দিন শুধু বিশিষ্ট ব্যক্তিত্বরাই নয়, শিল্পীকে শেষবার দেখতে রবীন্দ্র সদনে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। বনগাঁর বাসিন্দা এক ব্যক্তি জানান, মঙ্গলবার সন্ধ্যায় টেলিভিশনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন শিল্পীর মৃত্যুর কথা। সে কথা শুনে ভোর ৪টেয় ছুটে এসেছেন তিনি।
-
পায়ে হেঁটে কেওড়াতলার দিকে যাবেন মমতা
সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। শববাহী গাড়িতে নিয়ে যাওয়া হবে শিল্পীর নিথর দেহ। সেই গাড়ির পিছনে পায়ে পায়ে এগোবে মিছিল, তাতে যোগ দেবেন খোদ মুখ্যমন্ত্রী।
-
-
বিমানবন্দর থেকে সরাসরি রবীন্দ্র সদনে মমতা
উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরলেন মমতা। কলকাতা বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে গেলেন রবীন্দ্র সদনে। সেখানে প্রয়াত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানান তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, শান্তনু সেন।
Published On - Feb 16,2022 3:54 PM