Sandip Ghosh: কোটি কোটি টাকার খেল! একটা ট্রেডার্স সংস্থাকেই ভর করেই উত্তরণ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের!
Sandip Ghosh: ২০২১ সালের ২২ সেপ্টেম্বর বিপ্লব সিংকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ করে VISKA SOLLUTION নামে একটি সংস্থা। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে লিখিতভাবে বিষয়টি জানানোও হয়। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ইউজি স্কিল ল্যাব তৈরি করতে খরচ ৬১ লক্ষ ৪৭ হাজার টাকা।
কলকাতা: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্থিক অনিয়মে ‘দোসর’ মা তারা ট্রেডার্স। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির বিস্ফোরক অভিযোগের ভিত্তিতেই ‘মা তারা ট্রেডার্সের’ কর্ণধারের বাড়িতে রবিবার হানা দিয়েছে সিবিআই। ইউজি স্কিল ল্যাব নির্মাণে সরকারি তহবিলের কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। সেই কাজে সন্দীপ ঘোষের কর্ণধার বিপ্লব সিং, অভিযোগ তেমনই।
২০২১ সালের ২২ সেপ্টেম্বর বিপ্লব সিংকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ করে VISKA SOLLUTION নামে একটি সংস্থা। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে লিখিতভাবে বিষয়টি জানানোও হয়। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ইউজি স্কিল ল্যাব তৈরি করতে খরচ ৬১ লক্ষ ৪৭ হাজার টাকা। আর সেই ল্যাবেই আরজি করে তৈরি করতে ২ কোটি ৯৭ লক্ষ টাকার বরাত পেয়েছিল ‘মা তারা ট্রেডার্স’। কিন্তু মা তারা ট্রেডার্স কীভাবে এত টাকার বরাত পেল? যাঁর অভিযোগের ভিত্তিতে ছানবিন করছে সিবিআই, সেই আখতার আলির দাবি, ‘ভিস্কা সলিউশন’ নামে একটি কোম্পানি সন্দীপ ঘোষ-সহ অন্যান্য শীর্ষকর্তাদের কাছে অভিযোগ করেছিলেন, ‘মা তারা ট্রেডার্স’কে অন্যায়ভাবে বরাত দেওয়া হয়েছে।
কীভাবে বেনিয়ম? ‘মা তারা ট্রেডার্স’কে বরাত পাইয়ে দেওয়ার জন্য আগে খোলা হয় ‘ফিনান্সিয়াল বিড’। ফিনান্সিয়াল বিডের পর খোলা হয় ‘টেকনিক্যাল বিড’। কিন্তু নিয়ম অনুযায়ী, আগে টেকনিক্যাল বিড খোলা হবে, তারপর ফিনান্সিয়্যাল বিড খোলা হবে। এক্ষেত্রে পুরোটাই উল্টে হয়েছে। আগে ফিনান্সিয়্যাল বিড খুলেই মা তারা বিল্ডার্সকে বরাত দিয়ে দেওয়া হয়। সেই অভিযোগের কোনও নিষ্পত্তি হয়নি।
খাবারের প্যাকেট থেকে শুরু করে ইউজিসি ল্যাব-সব কিছুরই বরাত পেত মা তারা ট্রেডার্স। কী কারণে সব কিছুর বরাত পেত একটি সংস্থা? একটা সংস্থা, যে নিজেকে স্কিল ল্যাব বিশেষজ্ঞ হিসাবে দাবি করছে, সে কীভাবে খাবারের প্যাকেট সরবরাহ করছে, ওয়াটার পুলিং সিস্টেম, ওয়াটার পিউরিফায়ার সিস্টেম সরবরাহ করছে, এমনকি, সাউন্ড সিস্টেম, মাইক পর্যন্তও এই মা তারা ট্রেডার্স সরবরাহ করত। কিন্তু এও কীভাবে সম্ভব? উত্তর খুঁজতে রবিবার সেই মা তারা ট্রেডার্সের কর্ণধারের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই তদন্তকারীরা।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)