DA Agitation: বকেয়া DA ইস্যুতে মমতার সঙ্গে কথা বলুন কেজরীরা, বিরোধীদের মেগা বৈঠকের আগে চিঠি যৌথ মঞ্চের

Opposition Meeting: বকেয়া মহার্ঘভাতার দাবিতে বাংলার সরকারি কর্মচারীদের আন্দোলনের বিষয়টি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে অরবিন্দ কেজরীবালদের কাছে। বিষয়টি যাতে মঙ্গলবারে বৈঠকে অন্যান্য বিরোধী দলগুলি তুলে ধরে, সেই আর্জি জানানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে।

DA Agitation: বকেয়া DA ইস্যুতে মমতার সঙ্গে কথা বলুন কেজরীরা, বিরোধীদের মেগা বৈঠকের আগে চিঠি যৌথ মঞ্চের
বিরোধীদের চিঠি সংগ্রামী যৌথ মঞ্চেরImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2023 | 12:00 AM

কলকাতা: মঙ্গলবার বেঙ্গালুরুতে বৈঠকে বসছে অবিজেপি রাজনৈতিক দলগুলি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। মঙ্গলের মেগা বৈঠকের আগে সোমবার সন্ধেয় বিরোধী দলগুলির উদ্দেশে চিঠি পাঠাল সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া মহার্ঘভাতার দাবিতে বাংলার সরকারি কর্মচারীদের আন্দোলনের বিষয়টি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে অরবিন্দ কেজরীবালদের কাছে। ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে তাঁদের আন্দোলন। ১৭২ দিন ধরে চলছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। আর এই বিষয়টি যাতে মঙ্গলবারে বৈঠকে অন্য বিরোধী দলগুলি তুলে ধরে, সেই আর্জি জানানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে।

চিঠিতে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বাংলার সরকারি কর্মচারীদের ‘বঞ্চনার’ বিষয়টি তুলে ধরেছেন। লিখেছেন, কেন্দ্রীয় সরকার যেখানে ৪২ শতাংশ হারে মহার্ঘভাতা দেওয়া হচ্ছে, রাজ্যে সেখানে ৬ শতাংশ হারে মহার্ঘভাতা পাচ্ছে সরকারি কর্মচারীরা। শুধু তাই নয়, বাংলায় বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে প্রায় সাড়ে পাঁচ লাখ শূন্যপদ পড়ে রয়েছে বলেও দাবি তাঁদের। সেই কথাটিও লেখা হয়েছে চিঠিতে। ভাস্কর ঘোষ আরও লিখেছেন, স্থায়ী নিয়োগের বদলে চুক্তিভিত্তিক নিয়োগের উপর রাজ্য সরকার জোর দিচ্ছে।

সংগ্রামী যৌথ মঞ্চের থেকে দাবি করা হচ্ছে, ওই চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে যাঁরা যোগ্য, তাঁদের যেন স্থায়ী করা হয়। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে সরকারি কর্মচারীদের হেনস্থার শিকার হওয়ার যে অভিযোগ উঠেছে, সেই বিষয়টিও বিরোধীদের কাছে পাঠানো চিঠিতে তুলে ধরা হয়েছে। মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক দলগুলি যখন একসঙ্গে বৈঠকে বসছে, তখন রাজ্যের সরকারি কর্মচারীদের এই অবস্থার কথাও যাতে বিরোধীদের বৈঠকে তুলে ধরা হয়, সেই আর্জি জানিয়েছেন ভাস্কর ঘোষ।