Sealdah Metro: বিকালেই শিয়ালদহ মেট্রোর ফিতে কাটবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি
Sealdah Metro: শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের অনেক সুবিধা হবে। ঝা চকচকে ব্যবস্থা। যাত্রীদের স্বাগত জানাতে তৈরি শিয়ালদা মেট্রো।

কলকাতা: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সোমবার বিকেল ৪টে নাগাদ শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো প্রকল্পের উদ্বোধন। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ভার্চুয়ালি প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আধুনিক পদ্ধতিতে তৈরি হচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন। প্ল্যাটফর্ম এবং ট্র্যাকের মাঝে বসানো হয়েছে সেফটি ডোর। নিরাপত্তার আরও খুঁটিনাটি বিষয়ে নজর দেওয়া হয়েছে এর প্রস্তুতি পর্বে। তবে ট্র্যাক পাতার কাজ এখনও বাকি।
শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের অনেক সুবিধা হবে। ঝা চকচকে ব্যবস্থা। যাত্রীদের স্বাগত জানাতে তৈরি শিয়ালদহ মেট্রো। এতদিন সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলত। তাই লোকাল ট্রেনের যাত্রী কিংবা শিয়ালদহ অঞ্চল থেকে সল্টলেকের দিকে আসতেন, তাঁদের বাস অটোর ঝক্কি পোহাতে হয়। সেই দিন এবার অতীত। শিলায়দহে লোকাল ট্রেন থেকে নেমে মেট্রো চেপে সোজা সেক্টর ফাইভ বা সল্টলেক। যাত্রাপথের দৈর্ঘ্য ৯ কিলোমিটার। ন্যূনতম ভাড়া ১০ টাকা। মাঝে থাকছে ৬টি স্টেশন, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী।
শহর কলকাতার প্রাণকেন্দ্র হোক কিংবা শহরতলি, প্রতিদিন কাজের জন্য সল্টলেক কিংবা সেক্টর ফাইভ আসেন প্রচুর মানুষ। একদিকে যেমন তথ্য প্রযুক্তি তালুক তেমনি সরকারি ও বেসরকারি একাধিক অফিস রয়েছে। এবার হয়রানির দিন শেষ। অনেক কম সময়ে এসি মেট্রো চেপে অফিস পৌঁছতে পারবেন হাজার হাজার মানুষ।
পাশাপাশি শহর কলকাতার যানজটের চিত্রটাও কিছুটা কমবে। সোমবার শিয়ালদা মেট্রো উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মেট্রো পরিষেবা শুরু হচ্ছে ১৪ জুলাই থেকে।





