Manik Bhattacharya: লুক আউট নোটিস জারি হওয়ার পরই মানিকের নিরাপত্তা তুলে নিচ্ছে রাজ্য: সূত্র

Recruitment Scam: গত ২৭ জুলাই শেষ বার ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন মানিক ভট্টাচার্য। এরপর বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি।

Manik Bhattacharya: লুক আউট নোটিস জারি হওয়ার পরই মানিকের নিরাপত্তা তুলে নিচ্ছে রাজ্য: সূত্র
মানিক ভট্টাচার্য (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2022 | 11:58 AM

কলকাতা : গত দু’দিন ধরে মানিক ভট্টাচার্যকে খুঁজছে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের নাম জড়ানোর পর একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। তাঁর ফ্ল্যাটেও গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তবে কেন্দ্রীয় সংস্থার দাবি, মানিককে কোথাও পাওয়া যাচ্ছে না। কলকাতার ফ্ল্যাটে বা নদিয়ার বাড়িতে কোথাও তাঁর দেখা পাওয়া যাচ্ছে না বলেই দাবি। এবার লুক আউট নোটিস জারি হওয়ার পরই তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

নদিয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক। বিধায়ক হিসেবে রাজ্য পুলিশের তরফে তাঁকে যে নিরাপত্তা দেওয়া হত, সেটা তুলে নেওয়া হচ্ছে বলেই সূত্রের খবর। সিবিআই মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করার পরই এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর।

তাঁর কলকাতার যাদবপুরে দুটি ফ্ল্যাট রয়েছে মানিকের। একটি সেন্ট্রাল রোডে ও একটি ইস্ট রোডে। তবে মানিকের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বর্তমানে যাদবপুরের ফ্ল্যাটেই রয়েছেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর খোঁজ না পেলেও সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, তিনি কোথাও যাননি, তদন্তে সবরকম সহযোগিতাও করছেন। TV9 বাংলার তরফে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি বাড়িতেই আছি।’ তাঁর দাবি, তাঁকে তদন্তকারী সংস্থার তরফে যা বলা হচ্ছে, তা মেনে চলছেন তিনি।

বৃহস্পতিবার রাতে মানিকের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে। বিমানবন্দর নয়, স্থলবন্দরে এই নোটিস দেওয়া হয় সিবিআই-এর তরফে। যাতে কোনওভাবেই মানিক ভট্টাচার্য দেশ ছাড়তে না পারেন তার জন্য কাস্টমস, ইমিগ্রেশন বিভাগকেও সতর্ক করে সিবিআই।

গত ২৭ অগস্ট শেষবার তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি। প্রায় ১৫ ঘণ্টা একটানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। এরপর থেকে নোটিস দেওয়া হলেও আর মানিকের দেখা পাওয়া যায়নি।