Rain in Kolkata: রাতভর মুষলধারায় ভাসল তিলোত্তমা, কলকাতার কোথায় কত বৃষ্টি হল দেখে নিন
Rain in Kolkata: ঘূর্ণাবর্তের হাত ধরে বৃষ্টি দক্ষিণবঙ্গে। তবে হালকা-মাঝারি বৃষ্টিই বরাদ্দ। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি নয়। ঘূর্ণাবর্তের বেশি আশীর্বাদ পাচ্ছে ওড়িশাই। ১৮ জুলাই আরও একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা।
কলকাতা: শনিবার রাত থেকেই তুমুল বৃষ্টি দেখেছে কলকাতা (Rain in Kolkata)। কলেজ স্ট্রিট থেকে বালিগঞ্জ, মানিকতলা থেকে উল্টোডাঙা সর্বত্রই হয়েছে বৃষ্টি। রবিবার সকাল থেকেও মিলেছে মেঘলা আকাশের দেখা। ঝিরিঝিরি বৃষ্টি হলেও মুষলধারা দেখা যায়নি। জল জমেছে কলকাতার নানা প্রান্তে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার রাত ১১টা থেকে রবিবার রাত ২টো পর্যন্ত ধাপায় বৃষ্টি হয়েছে ২২ মিলিমিটার। তপসিয়ায় ৩৭ মিমি। উল্টোডাঙায় ১১ মিমি। মানিকতলায় ১৮ মিমি। দত্তবাগানে ১৩ মিমি। বীরপাড়ায় ৮ মিমি। কলেজ স্ট্রিটে ৪০ মিমি। ঠনঠনিয়ায় ১৫ মিমি। বালিগঞ্জে ২৮ মিমি। চেতলায় ২৭ মিমি। মোমিনপুরে ২৯ মিমি। কিন্তু, বৃষ্টির খামতি মিটল কী? দক্ষিণবঙ্গে নীল আকাশের দখল নিল কালো মেঘ। বাড়ল বৃষ্টিও। কিন্তু চোখে পড়ার মতো বৃষ্টি বাড়ল কি?
মৌসম ভবন বলছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের টানে উত্তরবঙ্গ থেকে মৌসুমি অক্ষরেখা দক্ষিণে সরে এসেছে। কিন্তু ঘূর্ণাবর্তের বেশি আশীর্বাদ পাচ্ছে ওড়িশাই। শেষ ২৪ ঘণ্টায় পড়শি রাজ্যের ঝাড়সুগুদায় বৃষ্টির পরিমাণ ১২৪ মিলিমিটার। কলকাতার প্রাপ্তি সেখানে অনেকটাই কম। এদিনও দক্ষিণবঙ্গের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিই বরাদ্দ। আপাতত কোনও জেলায় ভারী বৃষ্টির আশা নেই।
১৮ জুলাই আরও একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপেও পরিণত হওয়ার সম্ভাবনা। কিন্তু দক্ষিণবঙ্গের কপালে শিকে ছেঁড়ার আশা কম বলেই মনে করছেন আবহবিদরা। তবে উত্তরবঙ্গের জন্য রয়ছে ভাল খবর। বিগত কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভেসেছে একাধিক জেলা। বৃষ্টি ইতিমধ্যেই কমেছে সেখানে। রবিবার আরও তীব্রতা কমবে বৃষ্টির। শুধু জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে কোনও সতর্কতা থাকছে না উত্তরে।