Road Accident: বেপরোয়া গতিতে হঠাৎ ব্রেক! রেষারেষির জেরে উল্টে গেল গাড়ি
Car Accident: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে থাকা দুটি গাড়ির মধ্যে রেষারেষি হচ্ছিল। সেই সময় হঠাৎ সিগনাল লাল হয়ে যাওয়ায় সজোরে ব্রেক কষে একটি গাড়ি, আর তাতেই দুর্ঘটনা ঘটে।
কলকাতা : বেপরোয়া গতির জেরে ফের দুর্ঘটনা শহর কলকাতায়। রেষারেষি জেরে দুর্ঘটনার কবলে একটি ছোট চার চাকার গাড়ি। দুপুর ২ টা ৫০ মিনিট নাগাদ ওই গাড়িটি কলকাতার চিংড়িঘাটা দিক থেকে উল্টোডাঙ্গা দিকে যাচ্ছিল। বেপরোয়া গতিতে থাকা গাড়িটি হঠাৎ ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় দুই মহিলা সহ মোট চার জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে থাকা দুটি গাড়ির মধ্যে রেষারেষি হচ্ছিল। সেই সময় হঠাৎ সিগনাল লাল হয়ে যাওয়ায় সজোরে ব্রেক কষে একটি গাড়ি, আর তাতেই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, একটি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর গাড়িকে ধাক্কা মারে এবং তাতে একটি গাড়ি পুরোপুরি উল্টে যায়। ওই গাড়িতে ২ মহিলা সহ চার জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্র মারফত খবর। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আহতদের প্রত্যেককেই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন ফুলবাগান থানার পুলিশকর্মীরা। রাস্তায় থাকা স্পিডোমিটার খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ওই দুই গাড়ির মধ্য়ে ঘাতক গাড়িটি পলাতক। দুর্ঘটনা কবলিত গাড়িটিকে বাইপাস থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগান থানায়। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে ফুলবাগান থানার পুলিশ।
দীপেন চৌধুরী নামে দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “আমি চিংড়িঘাটা থেকে লেকটাউনের দিকে যাচ্ছিলাম। আমার সামনে ছিল একটি প্রাইভেট গাড়ি। ওই গাড়ির ডানপাশেই ছিল একটি ট্রেকার গাড়ি। ট্রেকার গাড়িটার সঙ্গে প্রাইভেট গাড়িটার বিশাল জোরে ধাক্কা লাগে। তখন গাড়িটা যেই ব্রেক কষে, সঙ্গে সঙ্গে পুরো উল্টে যায়। আমি পিছনেই ছিলাম ওই গাড়িটির। আমার সঙ্গে ৪০-৫০ হাতের দূরত্ব ছিল।”
আরও পড়ুন : Bagtui Massacre: বগটুইয়ে সিটের তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছিলেন মমতা? সাফাই দিলেন কুণাল