SFI Rally Jadavpur: পুলিশের অনুমতি পেল না SFI, সৃজন বললেন ‘সমাবেশ হবেই’
SFI Rally Jadavpur: সমাবেশের বক্তার তালিকায় যে সব বাম নেতার নাম আছে, তাঁরা হলেন মহম্মদ সেলিম, নীলোৎপল বসু, সুজন চক্রবর্তী, ময়ূখ বিশ্বাস ও সৃজন ভট্টাচার্য।
কলকাতা: যাদবপুরে শাসক দলের পর এবার সমাবেশ বামেদের। পুলিশের অনুমতি না মিললেও সমাবেশ করতে বদ্ধপরিকর বাম ছাত্র সংগঠন এসএফআই। আজ, মঙ্গলবার যাদবপুরের ছাত্র মৃত্যুর প্রতিবাদে সমাবেশের আয়োজন করেছে এসএফআই। সেই সমাবেশে বক্তা হিসেবে যাঁদের থাকার কথা, তাঁরা প্রত্যেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। সোমবারই সমাবেশের আয়োজন করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। এর ঠিক ২৪ ঘণ্টা পর অর্থাৎ মঙ্গলবার এসএফআই সমাবেশের ডাক দিলেও অনুমতি দেয়নি পুলিশ।
এসএফআই-এর তরফে জানানো হয়েছে, তাঁদের সমাবেশে গোটা রাজ্য জুড়ে র্যাগিং-বিরোধী ক্যাম্পাস গড়ার ডাক দেওয়া হবে, পাশাপাশি ছাত্র মৃত্যুর বিচার চেয়ে সরব হবেন সবাই। সমাবেশের বক্তার তালিকায় যে সব বাম নেতার নাম আছে, তাঁরা হলেন মহম্মদ সেলিম, নীলোৎপল বসু, সুজন চক্রবর্তী, ময়ূখ বিশ্বাস ও সৃজন ভট্টাচার্য। এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বাদে এই তালিকার সকলেই যাদবপুরের প্রাক্তনী। ময়ূখ বিশ্বাস বর্তমানে যাদবপুর থেকে পিএইচডি করছেন। সকাল ১১ টা থেকে সেই সমাবেশ হওয়ার কথা।
মঙ্গলবারই পুলিশের তরফে সমাবেশের আবেদন বাতিল করা হয়েছে। যাদবপুর কফি হাউসের সামনে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল, পুলিশ জানিয়েছে, সেই আবেদন বাতিল করেছে জয়েন্ট সিপি। এরপরই এসএফআই-এর রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সমাবেশে অনুমতি দিল না তৃণমূলের পুলিশ।’ তবে সমাবেশ যে হবেই সে কথা জানিয়ে সৃজন লিখেছেন, ‘ওদের অনুমতির তোয়াক্কা কে করে? সমাবেশ হবেই। ওখানেই হবে।’ দুপুর ১ টা সমাবেশ হবে বলে জানিয়েছেন তিনি।