KMC: হোয়াটসঅ্যাপে আবেদনের পরই প্রবেশের অনুমতি, এবার নয়া বিধি কলকাতা পুরনিগমে

KMC: কাউন্সিলর্স ক্লাব রুমে বিজেপির সাংবাদিক বৈঠককে কেন্দ্র করে ধুন্ধুমার ঘটনা ঘটে গত ১৯ অগস্ট। এরপরই কাউন্সিলর্স ক্লাব রুমে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি কলকাতা পুরনিগমের।

KMC: হোয়াটসঅ্যাপে আবেদনের পরই প্রবেশের অনুমতি, এবার নয়া বিধি কলকাতা পুরনিগমে
কলকাতা পুরনিগম।Image Credit source: facebook
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2023 | 6:30 AM

কলকাতা: শাসকদল ও বিজেপির কাউন্সিলরদের মধ্যে তুমুল ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল কলকাতা পুরনিগমে। নজিরবিহীন সেই ঘটনাকে সামনে রেখে এবার নয়া নির্দেশিকা জারি করল পুরকর্তৃপক্ষ। গত ১৯ অগস্ট ঘটনার দিন মেয়র ফিরহাদ হাকিম নির্দেশ দিয়েছিলেন, কোনও কেন্দ্রীয় বাহিনী কলকাতা পুরনিগমের অন্দরে প্রবেশ করতে পারবে না। জওয়ানদের বাইরে বসে থাকতে হবে। এবার কাউন্সিলর্স ক্লাব রুমে বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করা হল। কলকাতা পুর কমিশনার বিনোদ কুমার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সোমবার।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লাব রুমে কোনও বহিরাগত মিটিং বা সাংবাদিক বৈঠক করতে পারবেন না। কাউন্সিলর্স ক্লাব রুমে একমাত্র কাউন্সিলর বা অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধি, পুরঅফিসার বা কর্মী প্রবেশ করতে পারবেন। বাকিদের ক্ষেত্রে ই-গেট পাস করতে হবে। তাও আবার কলকাতা পুরনিগমের হোয়াটসঅ্যাপ নম্বরে কারণ জানিয়ে আবেদন করতে হবে ক্লাবরুমে প্রবেশের জন্য। ৮৩৩৫৯৯৯১১১ নম্বরে আবেদন জানাতে হবে ই-গেট পাসের জন্য। সেই পাস হাতে পেলে তবেই কাউন্সিলর্স ক্লাব রুমে প্রবেশ করা যাবে। কেন ক্লাবরুমে আসতে চাইছেন সেই ব্যক্তি বা মহিলা, তা নির্দিষ্ট করে জানাতে হবে।

এমনকী কোনও নির্বাচিত জনপ্রতিনিধি যদি ডেকে পাঠান তাহলে কে ডাকছেন তা জানাতে হবে। কলকাতা পুলিশ এবং কলকাতা পুরনিগম যৌথভাবে বৈঠকে বসে এ ব্যাপারে কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। বহিরাগতদের আনাগোনা আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কলকাতা পুরকমিশনার নির্দিষ্ট করে তাঁর বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।