Shakespeare Sarani Murder Case: আগের দিনেও দেখা করতে এসেছিল, খুনের পর রাত ১২টা পর্যন্ত ঘরেই লুকিয়ে ছিল দুধকুমার! নয়া তথ্য
Shakespeare Sarani Murder Case: খুনের আগে রেইকি, আগেরদিন সন্ধ্যাতেও দেখা করতে এসেছিল দুধকুমার।
কলকাতা: শেক্সপিয়র সরনির থিয়েটার রোডের বৃদ্ধা খুনের ঘটনায় নয়া তথ্য। খুনের আগে রেইকি করেছিল ধৃত দুধকুমার ঢল। রবিবার বৃদ্ধার সঙ্গে দেখা করে দুধকুমার। সোমবার সন্ধ্যায় ফের বৃদ্ধার কাছে যায় সে। সিসিটিভিতে দুধকুমারকে ঢুকতে, বের হতে দেখা যায়। সন্ধ্যা ৭টায় ঢুকে রাত ১২ টায় বের হয় দুধকুমার। বৃদ্ধার ঘরেই কোথাও গা ঢাকা দিয়েছিল বলে অনুমান পুলিশের। ধৃত দুধকুমারকে জেরা করে উঠে এসেছে একাধিক তথ্য। বুধবার ফের দুধকুমারকে নিয়ে আসা হচ্ছে ২৮ বি থিয়েটার রোডের ওই অ্যাপার্টমেন্টে। ঘটনার পুনর্নির্মাণ করা হবে।
২০১৬ সালে রেণুকা চৌধুরীর বাড়িতে কাজে যোগ দেয় দুধকুমার। ২০১৮ সালে গয়না চুরির অভিযোগে কাজ হারায় দুধকুমার। পরে একাধিকবার কাজে যোগ দেওয়ার আর্জি জানায় সে। দুধকুমারকে কাজে যোগ দেওয়ার ব্যাপারে রাজি হননি রেণুকা। সেই আক্রোশ ছিল দুধকুমারের। তাতে পরিকল্পনা করেই খুন করা হয়, তারপর লুঠ করা হয় বলে অভিযোগ।
ধৃত দুধকুমার ঢাল ওরফে সুমনের বিরুদ্ধে এর আগেও আড়াই লাখ টাকার গয়না চুরির অভিযোগ রয়েছে। সেই কারণেই তাকে আর কাজে রাখেননি ওই বাড়ির লোকেরা। বৃদ্ধার দেহের ময়না তদন্তের রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসেছে পুলিশের। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে স্পষ্ট যে এটি কোনও স্বাভাবিক মৃত্যু নয়, বৃদ্ধাকে খুন করা হয়েছে। রিপোর্টে দেখা গিয়েছে, গলায় চাপ দেওয়ার কারণে শ্বাসরোধের থেকেই মৃত্যু হয়েছে ৯১ বছর বয়সি রেণুকা চৌধুরীর। এর আগে বৃদ্ধার ছেলে অভয় চৌধুরীও সন্দেহ করছেন তাঁর মাকে কেউ খুন করেছে।
ছেলে অভয় চৌধুরীর বয়ান অনুযায়ী, ঘরের দরজা খুলে তিনি ঢুকে দেখেন তাঁর মা পড়ে রয়েছেন। সংজ্ঞা নেই। তাঁর নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল। বিছানা লন্ডভন্ড ছিল।
২৮ বি, থিয়েটার রোডের অভিজাত আবাসনে একমাত্র ছেলের সঙ্গে থাকতেন বৃদ্ধা রেনুকা। সোমবার রাতে ছেলে আবাসনেরই ছাদে ব্যাডমিন্টন খেলতে যান। ফিরে এসে দেখেন তাঁর মায়ের রক্তাক্ত দেহ বিছানায় পড়ে রয়েছে।
তদন্তকারীরা প্রথমেই মনে করেছিলেন, কোনও পরিচিত কেউ ঘরে ঢুকে থাকতে পারেন। কারণ বৃদ্ধা ঘরের দরজা খুলে দিয়েছিলেন। ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। চাবি নিয়ে গিয়েছিলেন ছেলে। ছেলে চাবি দিয়ে দরজা খুলে ফ্ল্যাটে ঢুকেছিলেন। তারপরই ওই দৃশ্য দেখতে পান।
সেক্ষেত্র পরিচিত কোনও ব্যক্তি ঘরে ঢুকতে পারেন বলে মনে করা হচ্ছে। যাকে চিনি দরজা খুলে দিয়েছিলেন বৃদ্ধা। প্রসঙ্গত, কিছুদিন আগেই বাঙুরে এক একাকী বৃদ্ধার রহস্যমৃত্যু হয়। বৃদ্ধাকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয় তাঁরই পরিচারক-সহ কয়েকজন। লুঠে বাধা পেয়েই ওই বৃদ্ধাকে খুন করেছিল তাঁর পরিচারক। পরে ভিন রাজ্যে পালিয়ে যায়।
আরও পড়ুন: ভিটে ছাড়ার নিদান! না শোনায় মাটিতে ফেলে গর্ভবতী মহিলার পেটে লাথি! কাঠগড়ায় তৃণমূল নেতা