Sheikh Shajahan: যাঁর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ, সেই শেখ শাহজাহানই জেল থেকে করতে চাইছেন বড় দায়িত্ব পালন

Sheikh Shajahan: আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, "আমার মক্কেলের মেয়ে স্নায়ু রোগী। ঠিকমতো হাঁটাচলায় সমস্যা হয়। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য গাড়িটি ফেরত দেওয়া হোক।"

Sheikh Shajahan: যাঁর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ, সেই শেখ শাহজাহানই জেল থেকে করতে চাইছেন বড় দায়িত্ব পালন
শেখ শাহজাহান (গ্রাফিক্স)Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2024 | 4:47 PM

কলকাতা: জেলে থেকেও নাগরিক কর্তব্য পালন করতে চান সন্দেশখালির শেখ শাহাজান।  চলতি অর্থবর্ষের আয়কর জমা দিতে চান তিনি। এই মর্মে Ed আদালতে আবেদন জানিয়েছেন শাহজাহান।  শাহজাহানের আইনজীবী বিপ্লব গোস্বামী বিচারকের কাছে আবেদন করেন, ইডি শাহজাহানের ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে রেখেছে।  শাহজাহানের ব্যাঙ্কের স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে না। ফলে জমা দিতে পারছেন না আয়কর রিটার্ন।

অন্যদিকে, মেয়ের চিকিৎসার জন্য Ed-র কাছে বাজেয়াপ্ত থাকা বিলাসবহুল গাড়ি ফেরত চেয়েও আবেদন শাহজাহানের। আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, “আমার মক্কেলের মেয়ে স্নায়ু রোগী। ঠিকমতো হাঁটাচলায় সমস্যা হয়। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য গাড়িটি ফেরত দেওয়া হোক।” ইডি অবশ্য সব আবেদনের শুনানির জন্য সময় চেয়েছে। আগামী ১২অগস্ট পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, চলত বছরের শুরু থেকেই রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি-র অভিযান দিয়ে যে অধ্যায়ের সূচনা হয়েছিল, লোকসভা নির্বাচনের আবহে সেই সন্দেশখালি একেবারে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসে। জমি দখল, নারী নির্যাতন, তৃণমূল নেতাদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে একেবারে বাঁশ, লাঠি, গাছের গুঁড়ি নিয়ে রাস্তায় নেমেছিলেন গ্রামের মহিলারা। রাস্তায় জ্বলেছিল আগুন। শাহজাহন তখন ছিলেন ‘ফেরার’। ৫৫ দিনের মাথায় শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। পরে ইডি নিজেদের হেফাজতে নেয়। শাহজাহানের বিরুদ্ধে গ্রামবাসীদের জমি দখল করে বিপুল পরিমাণ সম্পত্তি বানানোর অভিযোগ ওঠে।  ইডি আদালতে দাবি করে, সন্দেশখালিতে জমি দখল সংক্রান্ত দুর্নীতি থেকে উপার্জিত অর্থের পরিমাণ অন্তত ২৬০ কোটি টাকা। সেই শাহজাহানই এবার নিজের আয়কর রিটার্ন জমা করতে চান।