পরিবর্তন নয়, এবার ‘মানুষের অধিকারের লড়াই’, আলিমুদ্দিনে বললেন ইয়েচুরি
পশ্চিমঙ্গের যে কোনও নির্বাচন সর্বদাই সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে বড় ভূমিকা নিয়েছে। এবার বাংলা আরও বড় ভূমিকা নেবে। আলিমুদ্দিনে বসে বললেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি
কলকাতা: পশ্চিমঙ্গের যে কোনও নির্বাচন সর্বদাই সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে বড় ভূমিকা নিয়েছে। এবার বাংলা আরও বড় ভূমিকা নেবে। বামেদের ডাকা ১২ ঘণ্টার হরতাল শেষে আলিমুদ্দিনে বসে বললেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। একই সঙ্গে বিধানসভা নির্বাচনে বামপন্থীদের প্রচারের সুরও তিনি বেঁধে দিয়েছেন। ইয়েচুরি এ দিন বলেন, “এবারের ভোটযুদ্ধ পরিবর্তনের জন্য নয়। এবারের নির্বাচনী লড়াই হতে চলেছে ‘মানুষের অধিকারের’ লড়াই।”
উনিশের লোকসভা নির্বাচন দ্বিমুখী হলেও আসন্ন বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোট নিজেদের উপস্থিতি জানান দেবে। এই নিয়ে আত্মবিশ্বাসী তিনি। ইয়েচুরির কথায়, “বাংলা নির্বাচন দ্বিমুখী হবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু, এটা এবার হবে না। শেষবার ২০১৯ সালে হয়েছিল কারণ বিকল্প কেউ ছিল না।” রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বৃহস্পতিবার বাম ছাত্র-যুবদের মিছিলের পর আচমকাই নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে বাম সংগঠনগুলি। অক্সিজেন পেয়েছে কংগ্রেসও। সেই মিছিলে তারুণ্যের যে জোর দেখা গিয়েছিল, সেই ভরসাতেই এ বার এতটা আত্মবিশ্বাসী শোনাচ্ছে ইয়েচুরিকে।
তৃণমূল ও বিজেপিকে একাসনে বসিয়ে তিনিও আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের জন্য দরজা খুলে দিয়েছেন। “আমাদের লক্ষ্য বিজেপিকে পরাস্ত করা। সেই জন্য সব ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় আনতে হবে”, বলেন পলিটব্যুরোর সদস্য। বিজেপিকে হারাতে হলে তৃণমূলের সঙ্গেও সমান দক্ষতা প্রয়োগ করে লড়তে হবে বলেই জানান ইয়েচুরি। তেমনটা না হলে তৃণমূল বিরোধী ভোট বিজেপিতে চলে যাবে বলে তিনি দাবি করেন।
আরও পড়ুন: ‘দাদা আজ আমার পরীক্ষা, অবরোধ তুলে নিন’, বলেই হাউ হাউ করে কেঁদে ফেললেন পরীক্ষার্থী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েকে একযোগে কটাক্ষ করেন ইয়েচুরি। বলেন, “যিনি মিছিল করতে প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি আন্দোলনকারীদের অপমান করছেন। আর যিনি মিছিল করতে করতে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাঁর রাজ্যেই মিছিলে আক্রমণ হচ্ছে।” বৃহস্পতিবার বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযানে পুলিশের লাঠি-সোটার বিরুদ্ধে যে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি সেটাও মনে করিয়ে দেন সীতারাম।
অন্যদিকে, দীনেশ ত্রিবেদীর রাজ্যসভা সাংসদের পদ থেকে ইস্তফা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “ওর আত্মা ওকে কী বলেছে জানি না। তাঁর ব্যক্তিগত মত। তৃণমূল ও বিজেপির যাওয়া-আসা এখন রোজকার ঘটনা।”
আরও পড়ুন: মোদীর সঙ্গে বন্ধুত্ব, গুজরাটে বেড়ে ওঠা- বিজেপি যোগের আতসকাচে ‘বেসুরো’ দীনেশ