West Bengal Assembly: ‘মোদী মোদী’ বনাম ‘দিদি দিদি’, স্লোগান-পাল্টা স্লোগানে সরগরম বিধানসভা
West Bengal Assembly: রাজ্যের মন্ত্রীর বিধানসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রীকে খোঁচা দেওয়ার পরই কার্যত তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন কক্ষ।
কলকাতা: শুক্রবার ভিতরে বাইরে সরগরম বিধানসভা (West Bengal Assembly) চত্বর। বাইরে এসএফআই-এর বিক্ষোভ। বিধানসভার গেটে উঠে সৃজন ভট্টাচার্যদের হুঙ্কার। আর অন্যদিকে বিধানসভার ভিতরে তৃণমূল বিজেপির আক্রমণ-প্রতিআক্রমণের পালায় তপ্ত অধিবেশন কক্ষ। পঞ্চায়েত দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumdar) বিধানসভায় জবাবি ভাষণ পেশ করছিলেন। বিরোধীদের আক্রমণের জবাব দিচ্ছিলেন। সেই সময় প্রদীপ মজুমদার কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। বলেন, ‘হোয়াইট হাউসের সামনে হীরক খচিত জামা পরে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী।’ রাজ্যের মন্ত্রীর বিধানসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রীকে এ হেন খোঁচার পরই কার্যত তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন কক্ষ।
প্রধানমন্ত্রীকে নিয়ে প্রদীপ মজুমদারের কটাক্ষের পর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিধানসভার অধিবেশন কক্ষের মধ্য়েই ওঠে মোদী মোদী স্লোগান। পাল্টা স্লোগানও অবশ্য শোনা যায়। বিজেপি শিবির থেকে ‘মোদী মোদী’ স্লোগান শুরু করতেই তৃণমূল শিবির থেকে পাল্টা ‘দিদি দিদি’ স্লোগান তুলতে দেখা যায়। আর এমন এক পরিস্থিতিতে স্লোগানে, পাল্টা স্লোগানে উত্তাল হল বিধানসভা।
উল্লেখ্য, এদিন বিধানসভার অন্দরে জবাবি ভাষণ দেওয়ার সময় প্রদীপ মজুমদারের মুখে উঠে আসে পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গও। মন্ত্রী বললেন, ‘আমাদের দল ইতিমধ্যেই ঘোষণা করেছে নিষ্ঠার সঙ্গে কাজ করছি। ভয়মুক্ত ভোট হবে। ৩০ শতাংশ বিনা ভোটে জয়ের কথা বলছেন বিরোধী দলনেতা। ত্রিপুরায় ৮৬ শতাংশ বিনা ভোটে ওনার দল জিতেছে।’ এর পাশাপাশি পঞ্চায়েত স্তরে যেসব অভিযোগ বিরোধীরা তুলছে, সেই নিয়েও এদিন পাল্টা দেন মন্ত্রী। বললেন, ‘অভিযোগের প্রমাণ দিন। আমরা খোঁজ করব। তদন্ত করব। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’
বিধানসভার অন্দরে শাসক-বিরোধী দুই পক্ষের তপ্ত বাক্য বিনিময়, আক্রমণ-প্রতি আক্রমণ নতুন কোনও ঘটনা নয়। কিন্তু যেভাবে এদিন বিধানসভায় মোদী মোদী স্লোগান উঠল এবং তার পাল্টা দিদি দিদি স্লোগান উঠল, তা স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।