Murder in Kolkata: শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে খুন, আনন্দপুরে স্ত্রী-সহ গ্রেফতার শ্বশুর-শাশুড়ি
Murder in Kolkata: অভিযোগ, ব্যাপক মারধরের ফলেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন আলম। ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্ত্রীকে। গ্রেফতার করা হয়েছে শ্বশুর, শাশুড়ি, শ্য়ালক ও শ্যালিকাকে। ঘটনায় জোর শোরগোল এলাকায়।
কলকাতা: ফের খুন শহরে। আনন্দপুর থানা এলাকার গুলশান কলোনিতে জামাইকে পিটিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম আলম হুসেন। ঘটনায় গ্রেফতার ৫ জন। মঙ্গলবার তাঁদের আদালতে তোলা হয়েছে। তিলজলার বাসিন্দা আলম হুসেন গুলশান কলোনিতে শ্বশুর বাড়ি গিয়েছিলেন। তাঁর নিজের বাড়ি তিলজলা এলাকায়। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই তাঁর স্ত্রীর সঙ্গে তাঁর ঝামেলা চলছিল। যা মাঝেমাঝে বাড়াবাড়ির পর্যায়ে চলে যেত বলে পরিবার সূত্রে খবর। এরইমধ্যে সোমবার রাতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন তিনি। সেখানেও অশান্তি চলে।
অভিযোগ, ব্যাপক মারধরের ফলেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন আলম। ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্ত্রীকে। গ্রেফতার করা হয়েছে শ্বশুর, শাশুড়ি, শ্য়ালক ও শ্যালিকাকে। ঘটনায় জোর শোরগোল এলাকায়। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন আলম হুসেনের বোন রুকসনা খাতুন। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে গুড়িয়া বিবি, টুন্নু বিবি, গুড্ডি বিবি, রোশনি খাতুন, দৌলত খান। ভারতীয় দণ্ডবিধির ৩৪৪, ৩০৪/৩৪ ধারায় মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত।