Sougata Roy: ‘বটানির অধ্যাপক সুকান্ত কেমিস্ট্রির কিছু জানেন না’, বিস্ফোরণ নিয়ে নিজের তত্ত্বে অনড় সৌগত

Sougata Roy: সুকান্ত মজুমদারের পাল্টা দাবি, বটানি বা উদ্ভিদবিদ্যার সঙ্গে বায়ো কেমিস্ট্রি নিয়েও পড়াশোনা করতে হয়। তাই রয়াসন সম্পর্কে ধারনা রয়েছে তাঁরও।

Sougata Roy: 'বটানির অধ্যাপক সুকান্ত কেমিস্ট্রির কিছু জানেন না', বিস্ফোরণ নিয়ে নিজের তত্ত্বে অনড় সৌগত
বিস্ফোরণ-তত্ত্বে তরজায় সৌগত সুকান্ত
Follow Us:
| Edited By: | Updated on: May 25, 2023 | 12:11 AM

কলকাতা: অতিরিক্ত গরমেই বিস্ফোরণ। সৌগত রায়ের তত্ত্ব নিয়ে যতই বিতর্ক হোক না কেন, সেই তত্ত্বেই অনড় রইলেন তৃণমূল সাংসদ। পদার্থবিদ্যার অধ্যাপক সৌগতর দাবি, তিনি সবটা জেনেশুনেই বলেছেন। অতিরিক্ত তাপেই বাজিতে বিস্ফোরণ ঘটে বলে দাবি করেন তিনি। এগরার বিস্ফোরণের সঙ্গে দাবানলের তুলনা করেছিলেন সৌগত রায়। তাঁর ব্যাখ্যা ছিল, পটাশিয়াম ক্লোরেট ও আর্সেনিক ট্রাই সালফেড বাইরে রেখে দিলে গরমে বিস্ফোরণ হওয়া অস্বাভাবিক নয়। সেই তত্ত্বে সমর্থন করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। বিরোধীরা সৌগতর মন্তব্যের সমালোচনা করলেও নিজের বক্তব্যে অনড় রয়েছেন সাংসদ।

বুধবার TV9 বাংলার মুখোমুখি হয়ে সৌগত রায় বলেন, “যা বলেছি, জেনেই বলেছি। এ নিয়ে সমালোচনার কোনও প্রয়োজন নেই।” একই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও কটাক্ষ করেছেন তিনি। সৌগত রায়ের মন্তব্যের বিরোধিতা করেছিলেন সুকান্ত। সেই প্রসঙ্গ তুলে সৌগত বলেন, “সুকান্ত মজুমদার তো বটানির অধ্যাপক। ও কেমিস্ট্রির কিছু জানে না। গাছ গাছালি নিয়ে পড়াশোনা।”

সুকান্ত মজুমদারের পাল্টা দাবি, বটানি বা উদ্ভিদবিদ্যার সঙ্গে বায়ো কেমিস্ট্রি নিয়েও পড়াশোনা করতে হয়। তাই রয়াসন সম্পর্কে ধারনা রয়েছে তাঁরও। সুকান্ত বলেন, “উনি হয়ত ভুলে গিয়েছেন বা জানেন না যে বটানিতেও বায়ো কেমিস্ট্রি বলে একটা বিষয় আছে। নেলসন অ্যান্ড কক্সের লেনিনগার প্রিন্সিপলস অব বায়ো কেমিস্ট্রি বইটা ওঁর পড়া উচিত। তাহলে উনিও কিছু জানতে পারবেন।” এগরার ঘটনা সম্পর্কে তিনি আরও বলেন, “অত্যাধিক তাপের জেরে বিস্ফোরণ হতেই পারে। তবে দাহ্য পদার্থ ওইভাবে রাখা হবে কেন? ৫ কেজির জায়গায় ২৫০ কেজি বাজি রাখা হচ্ছে।” প্রশাসনের অদার্থতা ঢাকতে চাওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।