Mamata-Sourav Meet: নবান্নে সৌরভ, মমতার সঙ্গে ৩০ মিনিটের বৈঠক; লোকসভা ভোটের আগে জোর জল্পনা
Loksabha Poll 2024: লোকসভা নির্বাচনের বাদ্যি তো বেজেই গিয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চও ঘুরে গিয়েছে। এখন ভোটের দিনক্ষণ ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। বিজেপি ইতিমধ্যেই তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে হইহই ফেলে দিয়েছে। চমকে দিয়েছে তাপস রায়, কৌস্তভ বাগচীদের দলে টেনে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও জানিয়ে রেখেছেন, বিজেপিতে যাচ্ছেন তিনি।
কলকাতা: নবান্নে সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার বিকালে হঠাৎই নবান্নের গেট দিয়ে ঢুকে যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। প্রায় আধঘণ্টা নবান্নে ছিলেন সৌরভ। সামনে লোকসভা ভোট। তার আগে হঠাৎ কেন সৌরভ গঙ্গোপাধ্যায় নবান্নে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও এ নিয়ে প্রশাসনিকভাবে বা সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
লোকসভা নির্বাচনের বাদ্যি তো বেজেই গিয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চও ঘুরে গিয়েছে। এখন ভোটের দিনক্ষণ ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। বিজেপি ইতিমধ্যেই তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে হইহই ফেলে দিয়েছে। চমকে দিয়েছে তাপস রায়, কৌস্তভ বাগচীদের দলে টেনে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও জানিয়ে রেখেছেন, বিজেপিতে যাচ্ছেন তিনি।
এই আবহে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়েও নানা মহলে নানা গুঞ্জন, নানা নাম ভাসছে। কিছুদিন আগেই নবান্নে গিয়েছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। শোনা গিয়েছিল, ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালিকা দেখা করতে গিয়েছিলেন দিদির সঙ্গেই। এরপর থেকেই জোর গুঞ্জন শোনা যায়, এবারের লোকসভা ভোটে তৃণমূলের চমকের তালিকায় থাকতে চলেছেন রচনা। যদিও টিভিনাইন বাংলাকে তিনি বলেছিলেন, ভবিষ্যতের কথা এখনই বলতে নারাজ তিনি।
আর সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে জল্পনা তো প্রতি ভোটের আগেই একবার করে ভেসে ওঠে। এবারও তার অন্যথা হচ্ছে না। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে সঙ্গী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে নিজের শিল্প কারখানার কথাও ঘোষণা করেন। এ রাজ্যে শিল্পে নিয়োগের কথাও বলেছিলেন সে সময় মহারাজ। লোকসভা ভোটের বাংলায় নবান্নে সৌরভ-সফর ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।