RSS in West Bengal: মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থানের কায়দা এবার বঙ্গেও? নয়া কৌশল RSS-এর
RSS in West Bengal: সূত্র মারফত জানা যাচ্ছে, লোকসভার আগে আরএসএস শিবির সমান্তরালভাবে একটি বাহিনীকে ভোটের কাজে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। সংঘের স্বয়ংসেবকরা বিভিন্ন লোকসভা কেন্দ্রে বুথ ও এলাকাভিত্তিক চার্জে থাকবেন। কোন এলাকায় বিজেপির সংগঠনের কী অবস্থা, কোথায় কতটা মজবুত সেই বিষয়ে বাস্তব চিত্র খতিয়ে দেখবেন তাঁরা। যোগাযোগ রাখবেন আইটি সেলের সঙ্গেও।
কলকাতা: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ২০২৪ সালের নির্বাচনী মহারণের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে বাংলায়। চলছে ঘুঁটি সাজনোর পালা। বাংলা থেকে লোকসভায় বিজেপির ‘শাহি টার্গেট’ রয়েছে ৩৫ আসনের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার সেই টার্গেটও ছাপিয়ে যাওয়ার আশায় রয়েছেন। ১৮-কে ৩৬ পর্যন্ত বাড়ানোর টার্গেট নিয়েছেন শুভেন্দু। এদিকে সম্প্রতি মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান বিজেপির দখলে যাওয়ার পর পদ্ম শিবিরের মনোবল আরও চাঙ্গা। তবে লোকসভার আগে বাংলায় জনমতের বাস্তব চিত্র কেমন, তা পরখ করে নিতে চাইছে আরএসএস। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। আম জনতার মনের হালচাল বুঝে নেবে সংঘ। সূত্রের দাবি, লোকসভার আসরে বাংলা থেকে যাতে কমপক্ষে ৩০টি আসন পাওয়া যায়, তার জন্য মরিয়া সংঘ।
সূত্র মারফত জানা যাচ্ছে, লোকসভার আগে আরএসএস শিবির সমান্তরালভাবে একটি বাহিনীকে ভোটের কাজে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। সংঘের স্বয়ংসেবকরা বিভিন্ন লোকসভা কেন্দ্রে বুথ ও এলাকাভিত্তিক চার্জে থাকবেন। কোন এলাকায় বিজেপির সংগঠনের কী অবস্থা, কোথায় কতটা মজবুত সেই বিষয়ে বাস্তব চিত্র খতিয়ে দেখবেন তাঁরা। যোগাযোগ রাখবেন আইটি সেলের সঙ্গেও।
রাজনীতির কারবারিদের একাংশের মতে, তিন রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির সাফল্যের নেপথ্যে অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করেছে আরএসএস-এর এই সমান্তরাল প্রচেষ্টা। মধ্য প্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে বিজেপির জয়ের নেপথ্যে আরএসএস-এর এই কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এবার সেই কৌশল আসন্ন লোকসভা ভোটে বাংলাতেও প্রয়োগ করতে চাইছে আরএসএস।
প্রসঙ্গত, গত দশ বছরে রাজ্যে নিজেদের সংগঠন অনেকটা বাড়িয়েছে আরএসএস। বিভিন্ন সময়ে বাংলায় একাধিক কর্মশালার আয়োজন করেছে সংঘ। সংঘ প্রধান মোহন ভাগবতকেও বিভিন্ন সময়ে এখানে আসতে দেখা গিয়েছে সংঘের কর্মসূচিতে। এবার আসন্ন লোকসভা ভোটে নিজেদের সমান্তরাল বাহিনীকে কাজে লাগাতে চাইছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সূত্রের খবর, একেবারে নিঃশব্দে , নীরবে ভোটের আগে কাজ করবেন এরা। যতটা সম্ভব কম প্রকাশ্যে দেখা যাবে এদের।
সূত্র মারফত জানা যাচ্ছে, একটি রোড ম্যাপ তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বুথ ধরে ধরে জনমত যাচাই করে একটি রিপোর্ট তৈরি করা হবে কোন বুথে কী অবস্থা। সেই রিপোর্টের ভিত্তিতে স্বয়ং সেবকদের নিয়োগ করা হবে এলাকা ধরে ধরে বুথে কাজ করার জন্য।