Recruitment Scam: ধাক্কা খাচ্ছে বিচার, রাজ্য সরকারের বিরুদ্ধেই অভিযোগ তুলল CBI
Recruitment Scam: সূত্রের খবর, চার্জশিটে নাম থাকা অভিযুক্তদের জন্য অনুমোদন চেয়ে একাধিকবার মুখ্য সচিবকে চিঠি দিয়েছে সিবিআই, তাতেও কোনও সুরাহা হয়নি। মূলত নবম-দশম নিয়োগের মামলাতেই উঠেছে এই অভিযোগ।
কলকাতা: ১৪ মাস কেটে গিয়েছে। তারপরও বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি শান্তি প্রসাদ সিনহা সহ চার্জশিটে নাম থাকা একাধিক সরকারি আধিকারিকের বিরুদ্ধে। এই কর্মীদের বিচারের ক্ষেত্রে অনুমোদন দিচ্ছে না রাজ্য সরকার। সোমবার বিশেষ সিবিআই আদালতে একথাই জানাল সিবিআই। কেন্দ্রীয় সংস্থার দাবি, ২০২২ সালের অক্টোবর মাসে মুখ্যসচিবের কাছে অনুমোদন চেয়ে চিঠি দিয়েছিল সিবিআই। তারপর এক বছর কেটে গেলেও এখনও পর্যন্ত অনুমোদন দেয়নি রাজ্য। এমনকী অনুমোদন না দেওয়ার কোন কারণও জানানো হয়নি বলে দাবি সিবিআই-এর।
সোমবার আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক সোমশুভ্র ঘোষাল এ বিষয়ে প্রশ্ন করলে, উত্তরে কার্যত অভিযোগের সুরে এই বিষয়টি আদালতের সামনে উল্লেখ করেন সিবিআই-এর আইনজীবী। সূত্রের খবর, চার্জশিটে নাম থাকা অভিযুক্তদের জন্য অনুমোদন চেয়ে একাধিকবার মুখ্য সচিবকে চিঠি দিয়েছে সিবিআই, তাতেও কোনও সুরাহা হয়নি। মূলত নবম-দশম নিয়োগের মামলাতেই উঠেছে এই অভিযোগ।
সরকারের তরফ থেকে অনুমোদন না মেলায় নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী সরকারের কাছে অভিযুক্তদের বিচারের জন্য অনুমোদন চাইলে তিন মাসের মধ্যে অনুমোদন দিতে হয় সরকারকে। নাহলে কারণ জানাতে হয়। এদিন অভিযুক্তদের আইনজীবীরা আদালতে নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করে দ্রুত বিচার শুরু করার আবেদন জানান বিচারকের কাছে।