SSC Case: নিয়োগ মামলায় নতুন করে ১৬৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED
SSC Case: দুর্নীতিতে মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছিল প্রসন্ন রায়ের নাম। তাঁর ও তাঁর স্ত্রী-র সংস্থার নামে থাকা হোটেল- রিসর্ট ও অন্যান্য স্থাবর সম্পত্তি মিলিয়ে মোট অঙ্ক ওই ১৬৩ কোটি। সেই টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে।
কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের মামলাতেই কোটি কোটি নগদ টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০২২ সালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল সেই টাকার পাহাড়। এরপর মামলার জল গড়িয়েছে অনেকে। গ্রেফতার হয়েছেন একের পর এক ‘হেভিওয়েট’। এতদিন পর ফের ওই নিয়োগ মামলাতেই কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।
এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডি দুর্নীতি মামলায় ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানাল ইডি। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
এসএসসি মামলায় অন্যতম অভিযুক্ত প্রসন্ন রায় ও তাঁর স্ত্রীর নামে ছিল ওই সম্পত্তি। ইডি সূত্রে জানা গিয়েছে, এই মামলায় এখনও পর্যন্ত ৫৪৪.৮ কোটির টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল মোট ৫২ কোটি টাকা।
দুর্নীতিতে মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছিল প্রসন্ন রায়ের নাম। তাঁর ও তাঁর স্ত্রী-র সংস্থার নামে থাকা হোটেল- রিসর্ট ও অন্যান্য স্থাবর সম্পত্তি মিলিয়ে মোট অঙ্ক ওই ১৬৩ কোটি। সেই টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে।
সিবিআইয়ের চার্জশিটে বলা হয়েছিল, যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, তারা এই প্রসন্ন রায়ের হাতেই টাকা তুলে দিয়েছে। সেই অর্থ এই দুর্নীতির রাঘব বোয়ালদের কাছে পৌঁছে দিতেন প্রসন্ন। প্রথমে গ্রেফতার করার পর তাঁকে জামিন দেওয়া হলেও পরে তিনি জামিন পান। চলতি বছরে তাঁকে ফের গ্রেফতার করা হয়।