Career Portal: স্কুলের পাঠ শেষে কোন কেরিয়ার বাছবে পড়ুয়ারা? সমাধানে নতুন উদ্যোগ রাজ্য সরকারের
Career Portal: www.wbcareerportal.in নামে একটি পোর্টাল চালু করা হয়েছে। সেখানে মিলবে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য।
কলকাতা : চাকরি মুখী পড়াশোনায় সাহায্যের জন্য নতুন পোর্টাল তৈরির কথা আগেই ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইতিমধ্যেই খুলে গিয়েছে সেই পোর্টাল। www.wbcareerportal.in পোর্টালটি চালু করা হয়েছে স্কুল পড়ুয়াদের জন্য। মূলত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য এই পোর্টাল চালু করা হয়েছে।
আগেই ব্রাত্য বসু জানিয়েছিলেন ছাত্র ছাত্রীদের যাতে ভবিষ্যতে চাকরি মুখী পড়াশোনার ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়, তার জন্য কেরিয়ার পোর্টাল লঞ্চ করবে রাজ্য। সেই মতো পোর্টাল www.wbcareerportal.in চালু হয়ে গিয়েছে। এটি কী ভাবে ব্যবহার করতে হবে, তা বোঝাতে প্রত্যেক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার। আগামী ৯ ও ১০ ডিসেম্বর সেই বিষয়ে শিক্ষকদের ট্রেনিং দেওয়া হবে শিক্ষা দফতরের তরফে। প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক বা যে কোনও একজন শিক্ষক এই অনলাইন ট্রেনিং-এ অংশ নেবেন।
কী কী আছে এই পোর্টালে?
১. ইউনিসেফ এর সহযোগে গড়ে উঠেছে এই পোর্টাল।
২. ২৫০ টিরও বেশি প্রফেশনাল কোর্স সংক্রান্ত তথ্য রয়েছে।
৩. ২০০ টির বেশি ভোকেশনাল কোর্স এর তথ্য রয়েছে
৪. ১১০০ এন্ট্রান্স পরীক্ষার যাবতীয় তথ্য দেওয়া হয়েছে।
৫. ১২০০ স্কলারশিপের তথ্য, সেগুলো কী ভাবে পাওয়া যাবে, তা উল্লেখ করা হয়েছে।
উপ নির্বাচনের জন্য এই পোর্টাল চালু হয়নি এতদিন। আনুষ্ঠানিকভাবে তাই পোর্টাল উদ্বোধন করা হয়নি। তবে পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হয়েছে সেই পোর্টাল। পোর্টাল খুললে স্টুডেন্ট আইডি চাওয়া হয়েছে। আইডি দিলে তবেই খুলবে পোর্টাল। আইডি না থাকলে স্কুলের প্রিন্সিপ্যালের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়েছে।
আরও পড়ুন : Weather Update: কুয়াশায় ঢেকেছে গোটা শহর, স্যাঁতস্যাঁতে ভাব থাকলেও শীত অধরা! রোদ উঠবে কবে?