Bus-minibus fare: বাস-মিনিবাসের ‘বেপরোয়া’ ভাড়া! কী ব্যবস্থা নেওয়া হয়েছে? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
Bus-minibus fare: করোনা পরিস্থিতির পর থেকে ভাড়া নিয়ে কোনও নির্দিষ্ট নীতি নেই বলেই অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলেও অভিযোগ।
কলকাতা : বাস ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। বিশেষত কোভিড পরিস্থিতির পর থেকেই বাস নিয়ে প্রতিনিয়ত নিত্যযাত্রীদের অভিযোগ সামনে এসেছে। কোনও কোনও রুটে ইচ্ছা মত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ। কেউ কেউ বলছেন, কোন বাসে কত ভাড়া নেওয়া হবে, তার কোনও নির্দিষ্ট তালিকাই নেই। সেই অভিযোগ সংক্রান্ত মামলায় এবার রাজ্যকে অবিলম্বে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে। আগামী ৮ অগস্ট রয়েছে এই মামলার শুনানি।
মূলত বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া নিয়েই অভিযোগ। কোভিডের পর থেকে কোনও বাসভাড়া নীতি নেই বলে মামলা করেছিলেন আইনজীবী প্র্যতুষ পাটোয়ারী। মামলাকারীর আরও দাবি, ইচ্ছে মত বাসভাড়া নেওয়া হচ্ছে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যাতে, ভাড়া নিয়ে রিপোর্ট দেয় রাজ্য।
মূলত তিনটি বিষয়ে রাজ্যকে রিপোর্ট দিতে হবে-
১. ভাড়ার তালিকা সব বাসে লাগানো রয়েছে কি না।
২. সরকারের বেঁধে দেওয়া বা নির্ধারিত ভাড়া বেসরকারি বাসগুলি নিচ্ছে কি না। একই সঙ্গে, নিশ্চিত করতে হবে কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না।
৩. যাত্রীদের অভিযোগ গ্রহণ করার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটাও জানাতে হবে রাজ্যকে।
উল্লেখ্য, বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে ভুরিভুরি অভিযোগ যখন সামনে আসছে, তার পরিপ্রেক্ষিতে গত মার্চ মাসে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম পরামর্শ দিয়েছিলেন, অতিরিক্ত ভাড়া নিলে বাসের টিকিট নিয়ে স্থানীয় থানায় অভিযোগ জানাতে হবে। টক টু মেয়র অনুষ্ঠানে বাস ভাড়া সংক্রান্ত অভিযোগ শুনে তিনি বলেছিলেন, টিকিট কেটে সেই টিকিট নিয়ে এফআইআর করতে হবে। টিকিটের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠানোর আবেদনও জানিয়েছিলেন ফিরহাদ হাকিম। তারপরও পরিস্থিতির খুব একটা হেরফের হয়নি। প্রতিদিন রাস্তায় বেরিে নিত্যযাত্রীদের হয়রান হতে হচ্ছে বলেই অভিযোগ।