NIA investigation: আদালতের নির্দেশের পরই রামনবমী মামলার সব নথি NIA-কে দিল রাজ্য
NIA investigation: মামলা সংক্রান্ত নথি চেয়ে একাধিকবার আদালতের দ্বারস্থ হতে হয়েছে এনআইএ-কে।
কলকাতা: আদালত এনআইএ তদন্তের নির্দেশ দিলেও রাজ্য পুলিশ তাদের হাতে নথি তুলে দিচ্ছে না, এমনই অভিযোগ বারবার সামনে এসেছিল আদালতে। অবশেষে হাইকোর্টের নির্দেশে অগ্রগতি হল সেই তদন্তের। রামনবমী হিংসা মামলার সব নথি কেন্দ্রীয় সংস্থা এনআইএ-র হাতে তুলে দিল রাজ্য পুলিশ। রামনবমীতে রাজ্যের একাধিক জায়গায় যে অশান্তির অভিযোগ উঠেছিল, তা নিয়ে রাজ্যে মোট ৬টি মামলা হয়েছিল। আদালত নির্দেশ দেওয়ায় সেই সবকটি মামলার তদন্তভার নেয় এনআইএ।
মামলা সংক্রান্ত নথি চেয়ে একাধিকবার আদালতের দ্বারস্থ হতে হয়েছে এনআইএ-কে। রামনবমী অশান্তি সংক্রান্ত সেই মামলায় রাজ্য পুলিশকে কার্যত ভর্ৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত বলেছিলেন, এ ক্ষেত্রে অযথা এনআইএ-র সময় নষ্ট করা হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২ টার মধ্যে সব নথি, ফুটেজ হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছিল।
হাওড়া ও হুগলির একাধিক জায়গা ও ডালখোলায় অশান্তির অভিযোগ উঠেছিল চলতি বছরে রামনবমীর দিন। সেই মামলায় হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল রাখার পরও কেন পুলিশ নথি হস্তান্তর করছে না, তা নিয়েই প্রশ্ন তুলেছিল আদালত। গত কয়েকদিনে একাধিক থানায় গিয়ে নথি সংগ্রহ করেছেন এনআইএ আধিকারিকরা।