Student Missing: ‘ওরা বলেছিল ছেলে বাসে উঠেছে’, চারদিন পরও ফেরেনি কিশোর
Student Missing: ঠাকুরপুকুরে ওই কিশোর বন্ধুর পিসির বাড়ি গিয়েছিল বলে জানিযে পরিবার। এরপর আর বাড়ি ফেরেনি সে।
কলকাতা : বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল ছেলে। বন্ধুর আত্মীয়ের বাড়িতে যাওয়ার পর কথাও হয়েছিল পরিবারের সঙ্গে। দুদিন পর থেকে ছেলের আর কোনও খোঁজ নেই। দিন সাতেক কেটে গেলেও এখনও বাড়ি ফেরেনি ওই ছাত্র। উদ্বেগে কার্যত রাতের ঘুম উড়েছে পরিবারের। থানায় ঘুরেও কোনও লাভ হচ্ছে না। পরিবারের তরফে থানায় অভিযোগ জানানোর চেষ্টা হয়। অভিযোগ, দু দিন ধরে ঘোরার পরও অভিযোগ নেওয়া হয়নি। শুধু কিশোরের পরিবারই নয়, পুলিশের বিরুদ্ধে অভিযোগে উত্তাল গোটা গ্রাম। ছড়িয়েছে প্রবল উত্তেজনা। অবশেষে একটা জেনারেল ডায়েরি করা সম্ভব হলেও ছেলের কোনও খবর দিতে পারছেন না কেউ।
নিখোঁজ ছাত্রের নাম অজয় মণ্ডল (১৪)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে না জানিয়েই এক সহপাঠীর সঙ্গে বেরিয়েছিল ওই কিশোর। পরে জানা যায়, বন্ধুর সঙ্গে বন্ধুর পিসির বাড়ি গিয়েছে সে। সেই বন্ধুর পিসির বাড়ি ঠাকুরপুকুর এলাকায়। গত সপ্তাহে শুক্রবার সকালে বন্ধুর সঙ্গে সেখানেই গিয়েছিল অজয়। তারপর ছেলের সঙ্গে ফোনে কথাও হয় বাবা-মায়ের। এ পর্যন্ত সব ঠিকই ছিল। রবিবার বাড়ি ফেরার কথা ছিল ছেলের। বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করে তারা।
রবিবার সন্ধ্যা হয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেনি অজয়। এরপর বন্ধুর পিসির বাড়িতে ফোন করেন তাঁর বাবা-মা। সেখান থেকে জানানো হয়, বাড়ি ফেরার জন্য ৪০বি বাসে তুলে দেওয়া হয়েছিল এর বেশি কিছু বলতে পারেনি তারা। কিশোরের বাবাও জানান, বাসে তুলে দেওয়ার কথা বলা হয়েছিল তাঁদের। আজও বাড়ি ফেরেনি অজয়। থানায় নিখোঁজ ডায়েরি করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলেই দাবি পরিবারের। দু’দিন ঘুরিয়েছে বিভিন্ন থানায়। অবশেষে ঠাকুরপুকুর থানায় একটি জিডি করা হয়েছে নিখোঁজ ছাত্রের পরিবারের তরফে। পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছে গোটা গ্রাম। অষ্টম শ্রেণির ওই ছাত্রের বাবার অভিযোগ, বিষ্ণুপুর ও ঠাকুরপুকুর থানার পুলিশ কোনও অভিযোগ নিচ্ছে না।