Sujata Mondal: কম বয়সী ছেলের সঙ্গে Reel! নেটিজেনদের কৌতুহল মেটালেন সুজাতা

Sujata Mondal: সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় সুজাতা মণ্ডল। ছবি, ভিডিয়ো, রিল - পোস্ট করেন তিনি। ফলোয়ারের সংখ্যাও নেহাত কম নয়। সম্প্রতি এরকমই একটি রিল পোস্ট করেন সুজাতা, যেখানে তাঁর পাশে এক ব্যক্তির উপস্থিতি নজর এড়ায়নি কারও।

Sujata Mondal: কম বয়সী ছেলের সঙ্গে Reel! নেটিজেনদের কৌতুহল মেটালেন সুজাতা
সুজাতার সঙ্গে ওই ব্যক্তি কে?Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Dec 26, 2023 | 6:06 PM

কলকাতা: শাড়ি পরে সবার কাছে গিয়ে হাত জড় করে ভোট চাইতেন ‘স্বামী’র জন্য। রাজনীতির ময়দানে আনকোরা সেই যুবতীকে ২০১৯-এ চিনেছিলেন সবাই। তাঁর তৎকালীন স্বামী সৌমিত্র খাঁ সে বার জিতেওছিলেন লোকসভা নির্বাচনে। মাঝে ৫ বছর গড়িয়েছে। আরও একটা লোকসভা নির্বাচন এসে গিয়েছে। এখন সুজাতা মণ্ডলের জন্য সৌমিত্রর স্টেটাস ‘প্রাক্তন’। দুজনের ব্যক্তিগত জীবনের পাশাপাশি রাজনীতির পথও আলাদা হয়েছে। তৃণমূলের নেত্রীই শুধু নন, বিজেপি সাংসদের প্রাক্তন স্ত্রী সুজাতা জয়ী হয়েছেন জেলা পরিষদেও। তবে রাজনৈতিক জীবনের বাইরে সুজাতার ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণের আগ্রহ কম নয়। তাঁর জীবনে কি সত্যিই নতুন কেউ এল?

সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় সুজাতা মণ্ডল। ছবি, ভিডিয়ো, রিল – পোস্ট করেন তিনি। ফলোয়ারের সংখ্যাও নেহাত কম নয়। সম্প্রতি এরকমই একটি রিল পোস্ট করেন সুজাতা, যেখানে তাঁর পাশে এক ব্যক্তির উপস্থিতি নজর এড়ায়নি কারও। রেস্তোরাঁয় কার পাশে বসে রয়েছেন সুজাতা? জানতে ভরে গিয়েছে কমেন্ট বক্স। অনেকেই প্রশ্ন করেছেন, ‘তাহলে এর জন্যই ডিভোর্স হয়েছে?’ ‘এই কি স্পেশাল পার্সন?’ সুজাতা অবশ্য সেই কৌতূহল জিইয়েই রেখেছেন।

TV9 বাংলার তরফ থেকে যোগাযোগ করা হলে সুজাতা বলেন, ‘ও তো আমার ভাইয়ের মতো। আমার নিজের তো ভাই নেই। ওর সঙ্গে ভাইয়ের মতোই সম্পর্ক।’ তাহলে ‘স্পেশাল পার্সন’ এখনও গোপনেই থাকবে? সুজাতার অকপট উত্তর, “সময় হলে ঠিক জানাব। শুধু জানাবই না, আমার সেই শুভ দিনে আপনাদের সবাইকে নিমন্ত্রণ করব, আপনারা এনজয় করবেন।” বিশেষ সেই ব্যক্তির সঙ্গে শুভ পরিণয়ের যে খুব বেশি দেরী নেই, সেটাও বুঝিয়ে দিলেন তিনি। চাঁচাছোলা ভাষায় তৃণমূল নেত্রী বলেন, “আমার ডিভোর্সের কারণ আমার চরিত্রের দোষ নয়, আমি যদি ওই সম্পর্ক থেকে বেরিয়ে না আসতাম, হয়ত নামের পাশে লেট বসে যেত।”