Sujata Mondal: কম বয়সী ছেলের সঙ্গে Reel! নেটিজেনদের কৌতুহল মেটালেন সুজাতা
Sujata Mondal: সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় সুজাতা মণ্ডল। ছবি, ভিডিয়ো, রিল - পোস্ট করেন তিনি। ফলোয়ারের সংখ্যাও নেহাত কম নয়। সম্প্রতি এরকমই একটি রিল পোস্ট করেন সুজাতা, যেখানে তাঁর পাশে এক ব্যক্তির উপস্থিতি নজর এড়ায়নি কারও।
সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় সুজাতা মণ্ডল। ছবি, ভিডিয়ো, রিল – পোস্ট করেন তিনি। ফলোয়ারের সংখ্যাও নেহাত কম নয়। সম্প্রতি এরকমই একটি রিল পোস্ট করেন সুজাতা, যেখানে তাঁর পাশে এক ব্যক্তির উপস্থিতি নজর এড়ায়নি কারও। রেস্তোরাঁয় কার পাশে বসে রয়েছেন সুজাতা? জানতে ভরে গিয়েছে কমেন্ট বক্স। অনেকেই প্রশ্ন করেছেন, ‘তাহলে এর জন্যই ডিভোর্স হয়েছে?’ ‘এই কি স্পেশাল পার্সন?’ সুজাতা অবশ্য সেই কৌতূহল জিইয়েই রেখেছেন।
TV9 বাংলার তরফ থেকে যোগাযোগ করা হলে সুজাতা বলেন, ‘ও তো আমার ভাইয়ের মতো। আমার নিজের তো ভাই নেই। ওর সঙ্গে ভাইয়ের মতোই সম্পর্ক।’ তাহলে ‘স্পেশাল পার্সন’ এখনও গোপনেই থাকবে? সুজাতার অকপট উত্তর, “সময় হলে ঠিক জানাব। শুধু জানাবই না, আমার সেই শুভ দিনে আপনাদের সবাইকে নিমন্ত্রণ করব, আপনারা এনজয় করবেন।” বিশেষ সেই ব্যক্তির সঙ্গে শুভ পরিণয়ের যে খুব বেশি দেরী নেই, সেটাও বুঝিয়ে দিলেন তিনি। চাঁচাছোলা ভাষায় তৃণমূল নেত্রী বলেন, “আমার ডিভোর্সের কারণ আমার চরিত্রের দোষ নয়, আমি যদি ওই সম্পর্ক থেকে বেরিয়ে না আসতাম, হয়ত নামের পাশে লেট বসে যেত।”