Suvendu Adhikari: ওবিসি প্রার্থীদের নতুন করে সংরক্ষণের তালিকা তৈরির দাবি, নচেৎ আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর
Suvendu Adhikari: মঙ্গলবার কমিশনের তরফে একটি খসড়া সংরক্ষণ তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা নিয়ে আপত্তি জানাতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
কলকাতা: ওবিসি প্রার্থীদের নতুন করে সংরক্ষণের তালিকা তৈরির দাবি তুললেন শুভেন্দু অধিকারী। এই দাবিতে রাজ্য নির্বাচন কমিশনে বিরোধী দলনেতার হুঁশিয়ারি, খসড়া তালিকাকে চূড়ান্ত তালিকা হিসাবে প্রকাশ করা হলে. তিনি আদালতে মামলা করবেন। তিনি বলেন, “ড্রাফট সার্ভে সম্পূর্ণ বাতিল করে ওবিসি সার্ভে সম্পূর্ণ করে ৭.৫ শতাংশ ধরে নতুন রিজারভেশন রোস্টার আপনাকে বার করতে হবে। সেটা করতে হবে নির্বাচন ঘোষণার আগেই। আমি অবজেকশন দিয়েছি। যদি ড্রাফট লিস্টকেই ফাইনাল লিস্ট হিসাবে ঘোষণা করা হয়, তাহলে আমি পঞ্চায়েতের ভোটার হিসাবে আদালতে যাব।”
মঙ্গলবার কমিশনের তরফে একটি খসড়া সংরক্ষণ তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা নিয়ে আপত্তি জানাতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, কোনও রকমের সমীক্ষা করা ছাড়াই এই তালিকা প্রস্তুত করা হয়েছে। সেই ড্রাফট তালিকা যদি চূড়ান্ত করা হয়, তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।
এক্ষেত্রে কমিশনের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শুভেন্দু। তাঁর অভিযোগ, “ওবিসির সংখ্যা এবং জনসংখ্যায় প্রতিনিধিত্বের হার পাওয়া যাবে না। কিন্তু এই অল্প সময় যেহেতু সমীক্ষা করতে পারবে না। তাই তৃণমূল কংগ্রেসকে পঞ্চায়েতে জেতার লাইসেন্স পাইয়ে দেওয়ার জন্য তাবেদার রাজ্য নির্বাচন কমিশন।”
শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, “পুজোর ছুটির মধ্যে এই খসড়া প্রকাশ করা হয়েছে। তার একটাই কারণ, বিরোধীরা যাতে কোনও আপত্তি করতে না পারে। ” রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্য সরকারকে তাবেদারির অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী।