Suvendu Adhikari: বাংলা সঠিক ‘রাস্তা’য় আছে, হঠাৎ কেন এমন কথা শুভেন্দুর মুখে?

Ram Mandir: বিজেপি কাউন্সিলর সজল ঘোষের এই পুজোর উদ্বোধন করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জেপি নাড্ডা থেকে শুরু করে বিজেপির বঙ্গস্তরের একাধিক শীর্ষ নেতা ঘুরে এসেছেন সেই 'রামমন্দির' থেকে। সন্তোষ মিত্র স্কোয়ারে দাঁড়িয়েই বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যকে বলতে শোনা গিয়েছে, 'রাম ভারত, ভারতই রাম।' পাল্টা ফিরহাদ হাকিমকে বলতে শোনা গিয়েছে, রাম সকলের, রামে কারও স্বত্ব থাকতে পারে না।

Suvendu Adhikari: বাংলা সঠিক 'রাস্তা'য় আছে, হঠাৎ কেন এমন কথা শুভেন্দুর মুখে?
শুভেন্দু অধিকারী। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2023 | 4:40 PM

কলকাতা: পুজোর চারটে দিন রাম-তরজা তো বাংলা দেখেছেই। পুজো মিটলেও সে ছবি বহাল। আজ বুধবার একাদশীর সকালে একটি ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে লিখেছেন, ‘বাংলা একেবারে সঠিক ট্র্যাকে আছে।’ সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের পুজোর থিম ছিল রাম মন্দির। লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে এই পুজো প্যান্ডেল দেখার জন্য। আর এই রামমন্দিরের আদলে তৈরি প্যান্ডেল ঘিরে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে পুজোর বাংলায়।

বিজেপি কাউন্সিলর সজল ঘোষের এই পুজোর উদ্বোধন করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জেপি নাড্ডা থেকে শুরু করে বিজেপির বঙ্গস্তরের একাধিক শীর্ষ নেতা ঘুরে এসেছেন সেই ‘রামমন্দির’ থেকে। সন্তোষ মিত্র স্কোয়ারে দাঁড়িয়েই বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যকে বলতে শোনা গিয়েছে, ‘রাম ভারত, ভারতই রাম।’ পাল্টা ফিরহাদ হাকিমকে বলতে শোনা গিয়েছে, রাম সকলের, রামে কারও স্বত্ব থাকতে পারে না।

এরইমধ্যে এবার শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘এই ভিডিয়োটি ইউপি বা বিহারের বলে নিশ্চয়ই তৃণমূলীরা মনে করে না। এটা আমাদের নিজস্ব পশ্চিমবঙ্গের। গত সন্ধ্যায় মা দুর্গার বিসর্জনের শোভাযাত্রায় এই ধরনের দৃশ্য বিশ্বজুড়ে খুবই সাধারণ ছিল। ভগবান রামকে শ্রদ্ধা জানানোর জন্য সমস্ত আয়োজকদের ধন্যবাদ। বাংলা ‘সঠিক’ রাস্তায় আছে। জয় শ্রী রাম।’ কী রয়েছে শুভেন্দুর শেয়ার করা ভিডিয়োটিতে? দেখা যাচ্ছে প্রচুর মানুষ নাচছেন। বক্সে বাজছে ‘জয় শ্রীরাম’ রিমিক্স। রাস্তার দু’ধারে আলোর যে রোশনাই, সেখানেও ধনুক হাতে রামের আলোর প্রতিকৃতি।