RG Kar Vandalism: রাজ্যপালের হস্তক্ষেপ চান শুভেন্দু, সুজন বললেন ‘শাসকের চক্রান্ত’

RG Kar Vandalism: অন্যদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "এ কোন বিভীষিকাময় রাজ্যে বাস করছি আমরা? সাধারণ মানুষের নিরাপত্তা না নিশ্চিত করতে পারলে এই মুহূর্তে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী।"

RG Kar Vandalism: রাজ্যপালের হস্তক্ষেপ চান শুভেন্দু, সুজন বললেন 'শাসকের চক্রান্ত'
গর্জে উঠলেন বিরোধীরাImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Updated on: Aug 15, 2024 | 4:48 AM

কলকাতা: তিলোত্তমার মৃত্যু ঘিরে এমনিতেই ফুঁসছেন বিরোধীরা। এরই মধ্যে মধ্যরাতে আরজি করে তাণ্ডব চলার পর কার্যত গর্জে উঠলেন বিরোধীরা। শাসক দলের দিকেই আঙুল তুলছেন তাঁরা।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, প্রতিবাদী সেজেই গুণ্ডারা ঢুকে পড়ে আরজি করে, আর তাঁদের প্রবেশ করার সুযোগ করে দেয় পুলিশই। সিবিআই তদন্ত শুরু হওয়ার পর এভাবে হামলা চালিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা হল বলেই দাবি করেছেন তিনি। বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন, যাঁরা প্রতিবাদ জানাতে আসবেন, তাঁরা কেন এভাবে ভাঙচুর করবেন? এই ঘটনায় অবিলম্বে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন শুভেন্দু। পাশাপাশি, সিবিআইজ-এর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

অন্যদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “এ কোন বিভীষিকাময় রাজ্যে বাস করছি আমরা? সাধারণ মানুষের নিরাপত্তা না নিশ্চিত করতে পারলে এই মুহূর্তে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী।” আরজি করের তাণ্ডবলীলার ছবি পোস্ট করে তিনি প্রশ্ন তুলেছেন, “এরা কারা? চিকিৎসক পড়ুয়াদের অবস্থান মঞ্চে কীভাবে প্রবেশ করল এরা? পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না?”

তথ্য লোপাটের চেষ্টা বলে দাবি করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সুজন চক্রবর্তী লিখেছেন, “এটা কি ভয় পেয়ে শাসকের চক্রান্ত? তথ্য লোপাটের চেষ্টা?” সাংবাদিকরা মার খাওয়া সত্ত্বেও পুলিশ কীভাবে নির্বিকার, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)