Suvendu Adhikari: ‘আমাদের পেট্রল পাম্প রয়েছে, কয়েক লক্ষ টাকার রোজগার’ কেন বললেন শুভেন্দু?
Suvendu Adhikari: বুধবার সল্টলেকে সাংবাদিক বৈঠক থেকে বিজেপি নেতাকে বলতে শোনা যায়, প্রার্থী হওয়ার পর দল যদি তাঁকে প্রচারে যেতে বলে তখনই তিনি চার জায়গায় প্রচারে যান। শুভেন্দু এও জানিয়ে দেন, "আমি নিজের গাড়িতে যাই। সরকারি গাড়ি চড়ি না।
কলকাতা: নির্বাচনের ফলাফল বের হওয়ার পর থেকেই একাধিক বিজেপি নেতাকে সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছিল। কেউ-কেউ আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। তবে বিধানসভার বিরোধী দলনেতা যে প্রকাশ্যে মুখ খুলবেন না সে কথা সংবাদ মাধ্যমে তিনি সাফ জানালেন। এমনকী, দলে তাঁর ভূমিকা ঠিক কোথায়? সেকথাও জানালেন।
বুধবার সল্টলেকে সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, প্রার্থী হওয়ার পর দল যদি তাঁকে প্রচারে যেতে বলে তখনই তিনি চার জায়গায় প্রচারে যান। শুভেন্দু এও জানিয়ে দেন, “আমি নিজের গাড়িতে যাই। সরকারি গাড়ি চড়ি না। আমাদের পেট্রল পাম্প রয়েছে। কয়েক লক্ষ টাকার বৈধ রোজগার। সেই তেল গাড়িতে ঢুকিয়ে যাই। আজ যদি রায়গঞ্জের প্রচারে যেতে হয় আমি তো ফিরতে পারব না। থাকতে হবে। মালদহে হোটেল ভাড়াও আমিই দেব।”
বিরোধী দলনেতা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন তিনি শৃঙ্খলা পরায়ণ ব্যক্তি। বলেছেন, “তৃণমূলে থাকাকালীন ভাইপো-মুকুল রায় আমার পিছনে লেগে থাকত। আমি বলিনি। এখন দলের অনেকে পোস্ট করেন। ভাল হলে নিজের ক্রেডিট নেন। খারাপ হলে আমার ঘাড়ে চাপান। আমি কখনও দলের অভ্যন্তরের বিষয় বাইরে বলিনি।”