মারণ থাবা করোনার, বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে জরুরি বৈঠক স্বাস্থ্যভবনের
হাসপাতালে শয্য বৃদ্ধির পাশাপাশি অক্সিজেনের জোগান ও পরিবহণ ব্যবস্থাও তৈরি রাখার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
কলকাতা: রোজই রেকর্ড ভাঙছে করোনা (COVID)। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। যা ভারতে করোনা কামড় বসানোর পর সবচেয়ে বেশি। দেশে তো বটেই রাজ্যেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকালের বুলেটিনেই রাজ্যের তরফে জানানো হয়েছিল, ২৪ ঘণ্টায় বঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১,৯৫৭ জন। করোনার এই বাড়তি সংক্রমণের মুখে ফের জবুথবু গোটা দেশ। তাই করোনার এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক করল স্বাস্থ্যভবন।
জরুরি বৈঠকে বেসরকারি হাসপাতালগুলিকে দ্রুত বেড বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। করোনা রুখতে বেসরকারি হাসপাতালগুলিকে ফের আগের মতো পরিস্থিতির সঙ্গে তৈরি থাকতে বলেছে স্বাস্থ্যভবন। গতকালই প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক করে একাধিক বিষয়ে নজর দিতে বলেছিলেন। ১০০ শতাংশ মাস্কের ব্যবহার, করোনা রোখার পরিকাঠামোয় উন্নতি ও সরকারি-বেসরকারি দুই হাসপাতালেই শয্যা বৃদ্ধির কথা বলেছিলেন নরেন্দ্র মোদী।
এছাড়াও প্রধানমন্ত্রী জন আন্দোলনের মাধ্যমে দ্রুত করোনা টিকাকরণের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, করোনা রুখতে আগের থেকে আরও বেশি তৎপর কেন্দ্র। সারা এপ্রিল মাসে ছুটির দিনেও করোনা টিকাকরণ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেই মতো স্বাস্থ্যমন্ত্রকের চিঠি পৌঁছেছে সব রাজ্যে। তবে করোনা টিকাকরণে দ্রুততার সঙ্গেই পাল্লা দিয়ে ছড়াচ্ছে সংক্রমণ। তাই ভয়াবহ পরিস্থিতিতে করোনা রুখতে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক করল স্বাস্থ্যভবন।
হাসপাতালে শয্য বৃদ্ধির পাশাপাশি অক্সিজেনের জোগান ও পরিবহণ ব্যবস্থাও তৈরি রাখার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপরই বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে এই জরুরি বৈঠক করল রাজ্যের স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন: লেক টাউন-কৈখালিতে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, কাঁচ ভাঙল পার্টি অফিসের