Fire in Bus: বাইপাসে সরকারি এসি বাসে ভয়াবহ আগুন, দাউদাউ করে জ্বলছে আস্ত বাস

Fire in Bus: বর্তমানে কলকাতার রাস্তায় চলছে বহু ইলেকট্রিক বাস। সবই ব্যাটারিচালিত। ওয়াকিবহাল মহলের ধারণা ব্যাটারি থেকে শর্ট সার্কিটের কারণেই এই এসি বাসটিতে আগুন লেগে থাকতে পারে।

Fire in Bus: বাইপাসে সরকারি এসি বাসে ভয়াবহ আগুন, দাউদাউ করে জ্বলছে আস্ত বাস
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2022 | 8:58 PM

কলকাতা: বাইপাসে সরকারি বাসে (Government Bus) ভয়ঙ্কর আগুন। ব্যাপক চাঞ্চল্য ছড়াল অজয়নগরে। সূত্রের খবর, বাইপাসে অজয়নগরের কাছে যাদবপুর-সল্টলেক (Jadavpur-Salt Lake) রুটের একটি এসি-৯ বাসে আচমকা আগুন লেগে যায়। তবে, কোনও যাত্রীর হতাহতের খবর মেলেনি। সকলকেই নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, বর্তমানে কলকাতার(Kolkata) রাস্তায় চলছে বহু ইলেকট্রিক বাস। সবই ব্যাটারিচালিত। এই বাসটিও ব্যাটারিচালিত ছিল বলে জানা যাচ্ছে। ওয়াকিবহাল মহলের ধারণা ব্যাটারি থেকে শর্ট সার্কিটের কারণেই এই এসি বাসটিতে আগুন লেগে থাকতে পারে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকল। দুটি ইঞ্জিনের চেষ্টায় শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে আগুন। 

যে মুহূর্তের বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায় তখনই তড়িঘড়ি বাস থেকে যাত্রীদের নামিয়ে আনেন বাসের চালক ও কনডাক্টর। আর সে কারণেই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে বাসে কতজন যাত্রী ছিল তা সরকারিভাবে জানা যায়নি। কিন্তু, দুপুর-বিকালের দিকে সাধারণত এই রুটের বাসগুলিতে অল্প সংখ্যক যাত্রী থাকে। এদিকে যে এলাকায় আগুন লেগেছে তা আদপে পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের আওতায় পড়ে। খবর যায় তাদের কাছে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ট্রাফিক সার্জেন্টরা। তাঁরাই খবর দেন দমকলে। 

এদিকে বিগত কয়েক বছরে কলকাতার বুকে লাগাতার এ ধরনের ঘটনা ঘটায় বেড়েছে উদ্বেগ। এবার ফের একবার ব্যাটারিচালিত এসি বাসে আগুন লাগা নিয়ে প্রাশাসনিক মহলেও ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। যদিও এ ঘটনায় কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও, যদি যান্ত্রিকগোলোযোগের কারণে কোনও কারণে দরজা আটকে যেত তাহলে বড় বিপদ হতে পারতেও। কিন্তু, কেন বারবার এ ধরনের শর্ট-সার্কিটের ঘটনা ঘটছে সে প্রশ্নও উঠতে শুরু করেছে।