Kolkata Police: চিন্তা বাড়িয়েছে জঙ্গিরা, বর্ষবরণে শহর ঘিরছে পুলিশ, কতটা বাড়ছে নিরাপত্তা
Kolkata Police: শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে থাকছে ১৫টি পুলিশ সহায়তা কেন্দ্র। থাকছে ১১ ওয়াচ টাওয়ার। এছাড়াও কুইক রেসপন্স টিম, পিসিআর ভ্যান-সহ মহিলা পুলিশ কর্মীরাও নিরাপত্তার দায়িত্বে থাকছেন। সাদা পুলিশের কর্মীরা মোতায়েন থাকছেন বাড়তি নজরদারির জন্য।
কলকাতা: বড়দিনের রেশ কাটতে না কাটতেই এবার বর্ষবরণ। শীতের চাদর গায়ে জড়িয়ে ফের উৎসবের মেজাজে কলকাতা। প্রতিবারই বছরের শেষ ও নতুন বছর শুরুর এই সময়টাতে ব্যাপক ভিড় দেখা যায় পার্কস্ট্রিট, ভিক্টোরিয়া, আলিপুর চিড়িয়াখানা, ইকো পার্ক সহ বিভিন্ন জায়গায়। শহর তো বটেই, শহরতলি থেকেও প্রচুর মানুষ আসেন কলকাতার নানা দর্শনীয় স্থানে। উৎসবের আবহে কোনও অপ্রীতিকর ঘটনা আটকাতে তৎপর কলকাতা পুলিশ।
পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়া-সহ বেশ কিছু এলাকায় একজন অতিরিক্ত কমিশনার পদমর্যাদা অফিসারের অধীনে থাকছেন যুগ্ম কমিশনার পদমর্যাদা ২ অফিসার। থাকছে বিশেষ টিম। নেতৃত্ব দেবেন ডেপুটি কমিশনার পদমর্যাদা ১২ জন অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা ২৩ জন অফিসার। এ ছাড়াও ৭০ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকছেন। গোটা শহরের নানা প্রান্তে নিরাপত্তার দায়িত্বে থাকছেন সাড়ে ৪ হাজার পুলিশ কর্মী।
এই খবরটিও পড়ুন
শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে থাকছে ১৫টি পুলিশ সহায়তা কেন্দ্র। থাকছে ১১ ওয়াচ টাওয়ার। এছাড়াও কুইক রেসপন্স টিম, পিসিআর ভ্যান-সহ মহিলা পুলিশ কর্মীরাও নিরাপত্তার দায়িত্বে থাকছেন। সাদা পুলিশের কর্মীরা মোতায়েন থাকছেন বাড়তি নজরদারির জন্য। বর্ষবরণে ব্যাপক ভিড় দেখা যয়া কলকাতা মেট্রোতেও। আরপিএফ এর পাশাপাশি মেট্রোতেও বিশেষ নজর থাকছে কলকাতা পুলিশের।