টেট উত্তীর্ণদের জন্য সুখবর, ডিসেম্বর থেকেই প্রাথমিকে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শুধু টেট-ই নয়, রাজ্যে নতুন কর্মসংস্থানের দিশা দিয়ে ৩টি পুলিশ ব্যাটিলিয়ন গড়ার কথাও এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

টেট উত্তীর্ণদের জন্য সুখবর, ডিসেম্বর থেকেই প্রাথমিকে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Follow Us:
| Updated on: Nov 12, 2020 | 6:12 AM

TV9 বাংলা ডিজিটাল: টেট (TET) পরীক্ষায় উত্তীর্ণদের জন্য সুখবর। আগামী ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে উত্তীর্ণদের নিয়োগ। রাজ্যে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক নিয়োগে শূন্য পদ রয়েছে ১৬ হাজার ৫০০। তবে সরকারি নথি অনুযায়ী টিচার্স এলিজিবিলিটি টেস্ট-এ পাস করেছেন প্রায় ২০ হাজার পরীক্ষার্থী। বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন, রাজ্যের প্রাথমিকের শূন্যপদে নিয়োগ শুরু হবে ডিসেম্বর থেকেই। কোভিড পরিস্থিতিতে ইন্টারভিউয়ের মাধ্যমেই সম্পন্ন হবে গোটা প্রক্রিয়া।

 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “টেট পরীক্ষায় প্রায় ২০ হাজার পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন। এখন আমাদের শূন্য পদ আছে ১৬ হাজার ৫০০। ডিসেম্বর থেকে এই শূন্য পদে নিয়োগ শুরু হবে। জানুয়ারির মধ্যে নিয়োগ শেষ হবে। যারা বাকি থাকবেন, তাঁদেরও ধাপে ধাপে নিয়োগ করা হবে।”

 

একই সঙ্গে নতুন বর্ষের টেট পরীক্ষা (TET Exam) নিয়েও সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে সব পরীক্ষার্থীরা রাজ্য সরকারের কাছে টেট পরীক্ষার জন্য আবেদন করছেন, তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, “অনেক প্রার্থীই টেট পরীক্ষার জন্য আবেদন করেছেন। ২ লক্ষ ৫০ হাজার আবেদনকারির পরীক্ষা দ্রুত হবে। মধ্যশিক্ষা পর্ষদ অফলাইন পদ্ধতিতে এই পরীক্ষা নেবে।”

 

রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে টেট উত্তীর্ণদের সঙ্গে রাজ্য সরকারের বিবাদ বহুদিনের। সমাধান চেয়ে আদালতের দ্বারস্থও হয়েছেন আন্দোলনকারীরা। তার ওপর এই করোনা অতিমারির কারণে গোটা রাজ্যেই কর্মসংস্থানে দেখা দিয়েছে নানাবিধ সঙ্কট। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা নিঃসন্দেহে টেট উত্তীর্ণদের মুখে হাসি ফোটাবে। শুধু টেট-ই নয়, রাজ্যে নতুন কর্মসংস্থানের দিশা দিয়ে ৩টি পুলিশ ব্যাটিলিয়ন গড়ার কথাও এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

 

রাজ্য পুলিশের নিয়ন্ত্রণাধীন ৩টি পুলিশ ব্যাটিলিয়ন গঠিত হবে আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই। কোচবিহার, নকশালবাড়ি, জঙ্গলমহল ও পাহাড়ের জন্য গঠিত ব্যাটিলিয়নের নাম দেওয়া হয়েছে, যথাক্রমে নারায়ণী ব্যাটিলিয়ন, জঙ্গলমহল ব্যাটিলিয়ন ও গোর্খা ব্যাটিলিয়ন। এখানে ৩ হাজারের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।