CID: রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Alipurduar: আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। এই ঘটনায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই এক সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দেন। গত ২৫ অগস্ট থেকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছিলেন তিনি।
কলকাতা: সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগ। তদন্তভার দেওয়া হয় সিআইডির হাতে। সেই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার তদন্তে ক্ষুব্ধ আদালত। শুক্রবার শুনানিপর্বে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যকে রেজিস্ট্রার জেনারেলের হাতে ৫০ লক্ষ টাকা জরিমানা দিতে নির্দেশ দেন। তা জমা দিতে হবে দু’ সপ্তাহের মধ্যে। এই নির্দেশ না মানা হলে হোম সেক্রেটারিকে ডেকে পাঠাবেন বলেও জানান বিচারপতি। আলিপুরদুয়ারের ওই সমবায় সমিতির প্রায় ২১ হাজার সদস্যর টাকা নয়ছয় করা হয় বলে অভিযোগ ওঠে।
আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। এই ঘটনায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই এক সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দেন। গত ২৫ অগস্ট থেকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছিলেন তিনি। ১২ অক্টোবরের মধ্যে প্রাথমিক রিপোর্টও জমা দিতে নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তিনি সিবিআই এগোতে পারছে না। অভিযোগ, সিআইডি কোনও নথিই দেয়নি। এই ঘটনায় এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, আদালতের সঙ্গে কি খেলা হচ্ছে? এরপরই সিআইডিকে জরিমানা দেওয়ার নির্দেশ দেন। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, ‘কারা এই টাকা নিয়েছে সিআইডি জানে না, কিন্তু আমি জানি।’
এদিন এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘তদন্ত চলবে। সিআইডি কীভাবে নির্দেশ পুনর্বিবেচনার জন্য আদালতে আসে সেটা আমার কাছে আশ্চর্যের। আপনারা কাজ করুন। নাম পাওয়া মাত্র গ্রেফতার করুন। যে পদেই তিনি থাকুন না কেন, গ্রেফতার করুন। সবাই জানে এই ৫০ কোটি টাকা কোথায় কার আলমারিতে গিয়েছে। দ্রুত যান এবং গ্রেফতার করুন। সিআইডি এবার সহযোগিতা না করলে জানি কীভাবে কী করতে হয়।’