রাজ্যে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের নীচে, তবে উচ্ছ্বসিত নয় স্বাস্থ্য দফতর
উৎসবের মরসুমের কারণে ডিসেম্বরের শেষ সপ্তাহে তুলনামূলক টেস্টের সংখ্যাও অনেকটাই কমেছে। ফলে, কোনও সিদ্ধান্তে আসার আগে আরও কয়েকদিন দেখে নেওয়ার পক্ষপাতী তাঁরা।
কলকাতা: জুলাই মাসের তৃতীয় সপ্তাহের পর এই প্রথম রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের (Coronavirus) সংখ্যা নেমে এল হাজারের নীচে। তবে এতে এখনই উচ্ছ্বসিত হওয়ার কোনও কারণ দেখছেন না স্বাস্থ্য দফতরের কর্তারা। কেননা, উৎসবের মরসুমের কারণে ডিসেম্বরের শেষ সপ্তাহে তুলনামূলক টেস্টের সংখ্যাও অনেকটাই কমেছে। ফলে, কোনও সিদ্ধান্তে আসার আগে আরও কয়েকদিন দেখে নেওয়ার পক্ষপাতী তাঁরা।
শনিবার রাজ্যের দৈনিক করোনা বুলেটিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮৬৩। গতকাল এই সংখ্যাটাই ছিল ১,১৫৩। তবু স্বস্তির কোনও অবকাশ নেই। কারণ গতকাল ১ জানুয়ারির বুলেটিনে টেস্টের সংখ্যা ছিল ৩৯,১০৯। আজ সেটাই কমে হয়েছে ২৮,২৭৫। ফলে, সংক্রমণের হার কমছে সেটা এখনই বলা যাবে না। এদিন মৃত্যু হয়েছে ২৮ জনের, গতকাল যা ছিল ২৬। রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮ জন। যা গত কয়েক মাস ধরেই নিম্নমুখী।
আরও পড়ুন: ভ্যাকসিন সরবরাহ কবে? আগামী সপ্তাহেই সদুত্তরের আশায় শীর্ষ স্বাস্থ্যকর্তা
তবে বিশেষজ্ঞরা এখনই উচ্ছ্বসিত না হয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। কারণ সংক্রমণ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, তার প্রাথমিক ছবিটা আগামী মঙ্গলবারের আগে কোনও ভাবেই পরিষ্কার হবে না। নিশ্চিতভাবে কিছু বলতে গেলে আরও কিছুটা সময় নিতে হবে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ কতটা বিপজ্জনক হতে পারে তা দিল্লি দেখিয়ে দিয়েছে। সেখান থেকেই শিক্ষা নিয়েই আগাম মন্তব্য করতে নারাজ স্বাস্থ্য কর্তারা।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে প্রেমিকাকে খুনের কথা কবুল করে চম্পট যুবকের