Job Seekers: সময় চেয়েও মিলল না চেয়ারম্যানের সাক্ষাৎ, খালি হাতেই ফিরতে হল আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের

Job Seekers: চাকরি প্রার্থীদের প্রতিনিধিরা বৃহস্পতিবার দুপুরে আচার্য ভবনে পৌঁছলেও ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর ফোনে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে কার্যত হতাশ হয়ে ফিরে যান চাকরিপ্রার্থীরা।

Job Seekers: সময় চেয়েও মিলল না চেয়ারম্যানের সাক্ষাৎ, খালি হাতেই ফিরতে হল আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের
অসুস্থ হয়ে পড়া এক চাকরি প্রার্থী (নিজস্ব চিত্র)Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 3:50 PM

কলকাতা: দীর্ঘক্ষণ অপেক্ষার পরও এসএসসি চেয়ারম্যানের দেখা পেলেন না চাকরিপ্রার্থীরা। ফিরে যেতে বাধ্য হলেন তাঁরা। আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের ৫ জনের প্রতিনিধি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য দুপুর ২ টো নাগাদ পৌঁছন আচার্য সদনে। চাকরিপ্রার্থীদের দাবি, ইমেল মারফৎ আগেই দেখা করার সময় চেয়ে নিয়েছিলেন তাঁরা। নির্দিষ্ট দিনক্ষণ না নিয়েই দেখা করতে চলে আসায় চেয়ারম্যান চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেননি বলেই সূত্রের খবর।

চাকরি প্রার্থীদের প্রতিনিধিরা বৃহস্পতিবার দুপুরে আচার্য ভবনে পৌঁছলেও ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর ফোনে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে কার্যত হতাশ হয়ে ফিরে যান চাকরিপ্রার্থীরা। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে শেষ না করলে আন্দোলন আরও বৃহত্তর হবে বলেও হুঁশিয়ারি দেন চাকরিপ্রার্থীরা।

বুধবারের পর বৃহস্পতিবার। হকের দাবিতে এদিন সকাল থেকেই বিক্ষোভের আঁচে তপ্ত রাজপথ। সাতসকালেই এসএসসি অফিসের সামনের জমায়েত করেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। সল্টলেকে জমায়েত, পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে চড়তে থাকে স্লোগান। অ্যালার্ট থাকে পুলিশ প্রশাসনও। ব্যারিকেড ভেঙে ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা। পুলিশ টেনে হিঁচড়ে তাঁদের সরিয়ে আনে। চলতে থাকে ধস্তাধস্তি। দেখা যায়, কোনও কোনও চাকরিপ্রার্থীর জামাও খুলে যায়। সেখান থেকে চাকরিপ্রার্থীদের একাংশ আবার কালীঘাটেও যায়। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু মেট্রো স্টেশনেই তাঁদের পথ আটকে দেয় পুলিশ।