TMC: ‘আপনার মা-বোনেদের বিকৃত ছবি বাড়ির দরজায় টাঙিয়ে দেব…’, মুখ্যমন্ত্রীর ফোঁস-নিদানের পরই কুরুচিকর মন্তব্য তৃণমূল নেতার
TMC: কাকতালীয়ভাবে তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নীচু তলার তৃণমূল কর্মী তথা নেতারা একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন। এমনকি হুমকি দিতে গিয়ে বিকৃত মানসিকতার পরিচয় দিলেন অশোকনগরের অশোকনগর-কল্যাণগড় পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী। নাম অতীশ সরকার।
কলকাতা: গত বুধবার TMCP-র প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের দিয়েছিলেন ফোঁস করার নিদান। তিনি বলেছিলেন, ‘আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন।’ কিন্তু কাকতালীয়ভাবে তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নীচু তলার তৃণমূল কর্মী তথা নেতারা একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন। এমনকি হুমকি দিতে দিলেন অশোকনগরের অশোকনগর-কল্যাণগড় পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী। নাম অতীশ সরকার। তিনি বললেন, “আপনার বাড়ির মা-বোনের বিকৃত ছবি করে আপনার বাড়ির দরজায় টাঙিয়ে দিয়ে আসব” আরজি কর কাণ্ডে এমনিতেই তপ্ত বাংলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত চলছে প্রতিবাদ। তারমধ্যেই তৃণমূল নেতার এহেন মন্তব্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে।
তিনি বলেছেন, “মমতা বন্দোপাধ্যায় ফোঁস করতে বলেছেন, সাবধান হয়ে যান। আমরা পাড়ায়-পাড়ায় ফোঁস করলে, বাড়ি থেকে বেরোতে পারবেন তো?” তিনি আরও বলেন, “আমরা যদি ফোঁস করি, আপনার বাড়ির মা-বোনদের কুৎসা রটিয়ে যদি আপনার বাড়ির দরজায় টাঙিয়ে দিসে আসি, তাহলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। ওই দিনটা আসছে। আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম।”
মুখ্যমন্ত্রীর নিদানের পরই তৃণমূলের ‘গুণধর’ লুম্পেন বাহিনীর ভাষণ শুনুন! অন্যায়ের প্রতিবাদ করলেই নাকি প্রতিবাদীদের বাড়ির মা-বোনদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবে বলছে অশোকনগর কল্যাণগড় পৌরসভার কাউন্সিলরের স্বামী। pic.twitter.com/dSJaf4YJGZ
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) September 1, 2024
এই বক্তব্যের ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লেখেন, “মুখ্যমন্ত্রীর নিদানের পরই তৃণমূলের ‘গুণধর’ লুম্পেন বাহিনীর ভাষণ শুনুন! অন্যায়ের প্রতিবাদ করলেই নাকি প্রতিবাদীদের বাড়ির মা-বোনদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবে বলছে অশোকনগর কল্যাণগড় পৌরসভার কাউন্সিলরের স্বামী।” এখনও পর্যন্ত তৃণমূল কাউন্সিলের স্বামীর এই নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “রাজনীতি করলে এই ধরনের কথা বলার অধিকার কোথা থেকে এসেছে। পুলিশের উচিত ওদের গ্রেফতার করা। “