তৃণমূলের ২৩-এ পা, সংগ্রামের কথা স্মরণ করালেন মমতা
অনুষ্ঠান শেষে সুব্রত বক্সি জানান, ২০২১-এই নির্বাচন নিয়ে তাঁরা কেউই ভীত নন। এই নির্বাচনের দিকে সারা দেশের মানুষ তাকিয়ে আছে। এই জয়ের মধ্য দিয়ে ভারতের সংবিধান রক্ষা করা হবে।
কলকাতা: দলের একটু ‘স্পর্শকাতর’ সময় চলছে ঠিকই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে চলতে শুরু করা তৃণমূল কংগ্রেস (TMC) দেখতে দেখতে পার করে ফেলেছে ২২টা বছর। নতুন বছরের প্রথম দিনেই ২৩-এ পা দিয়েছে তৃণমূল। এই নিয়ে শুক্রবার একটি টুইট করে এতগুলো বছরের সংগ্রামের কথা মনে করালেন তৃণমূল সুপ্রিমো। দলীয় কর্মী তথা মা মাটি মানুষতে কৃতজ্ঞতাও জানিয়েছেন নেত্রী।
টুইট করে এদিন মমতা লিখেছেন, “আজ তৃণমূল যখন ২৩-এ পা দিচ্ছে, তখন ১৯৯৮ সালের ১ জানুয়ারি থেকে শুরু হওয়া আমাদের সফরের দিকে ফিরে তাকাই। সংগ্রামের মধ্যে দিয়েই আমাদের বছরগুলো কেটেছে। তবে তার মধ্যেও মানুষের স্বার্থে যে কাজ আমরা শুরু করেছিলাম সেই লক্ষ্য ধরেই এগিয়ে গিয়েছি।” আরেকটি টুইটে তিনি লেখেন “তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আমি মা মাটি ও মানুষকে, এবং আমাদের দলীয় কর্মীদের কৃতজ্ঞতা জানাই যারা বাংলাকে আরও ভাল এবং শক্তিশালী করে তুলতে আমাদের সঙ্গে লড়াই করেছে।”
As Trinamool turns 23 today, I look back at the journey we began on January 1st, 1998.
Our years have been of immense struggle, but throughout this time we have continued to achieve our objective of being committed to the cause of only the people. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2021
On #TMCFoundationDay, I extend my sincere gratitude to our Maa-Mati-Manush and all our workers who continue to fight with us in making Bengal better and stronger each day.
The Trinamool family will carry on with this resolve for times to come! (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2021
এদিন সকালে তোপসিয়ার তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি ছাড়াও রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং শান্তনু সেন উপস্থিত ছিলেন সেখানে।
অনুষ্ঠান শেষে সুব্রত বক্সি জানান, ২০২১-এই নির্বাচন নিয়ে তাঁরা কেউই ভীত নন। এই নির্বাচনের দিকে সারা দেশের মানুষ তাকিয়ে আছে। এই জয়ের মধ্য দিয়ে ভারতের সংবিধান রক্ষা করা হবে।