Jyotipriya Mallick and Nandini Relation: মৌনতা ভাঙলেন নন্দিনী, ‘বালুদার সঙ্গে আমার সম্পর্ক…’

Jyotipriya Mallick and Nandini Relation: নন্দিনীর কথায় একজন মহিলাকে এভাবে অসম্মান করা হয়েছে। বলেছেন, "এটা আইনের ব্যাপার। কোর্টে বিচারাধীন। আর ওনার ভুলভাল ভিডিয়োর বিরুদ্ধেও আমি আইনি ব্যবস্থা নিয়েছি। একজন মহিলাকে অসম্মান করেছেন উনি।"

Jyotipriya Mallick and Nandini Relation: মৌনতা ভাঙলেন নন্দিনী, 'বালুদার সঙ্গে আমার সম্পর্ক...'
কী সম্পর্ক তাঁদের? মুখ খুললেন নন্দিনীImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2023 | 6:09 AM

কলকাতা: মঙ্গলবার থেকে বিতর্কের মধ্যেই রয়েছেন বিধান নগর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায়। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার অভিযোগ তুলে সরব হয়েছেন এই তৃণমূল কাউন্সিলরের স্বামী। কিন্তু আদতে কী সম্পর্ক নন্দিনীর সঙ্গে বালুর? প্রথমে বিষয়টি ‘ব্যক্তিগত’ বললেও অবশেষে বালুর সঙ্গে নিজের কী সম্পর্ক তা টিভি৯ বাংলায় সাফ জানিয়েছেন।

তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, তাঁর স্বামী জয়ব্রত বন্দ্যোপাধ্যায় তাঁকে এবং জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে ভিডিয়োয় যা যা বলেছেন সবটাই ভুলভাল। নন্দিনীর কথায় একজন মহিলাকে এভাবে অসম্মান করা হয়েছে। বলেছেন, “এটা আইনের ব্যাপার। কোর্টে বিচারাধীন। আর ওনার ভুলভাল ভিডিয়োর বিরুদ্ধেও আমি আইনি ব্যবস্থা নিয়েছি। একজন মহিলাকে অসম্মান করেছেন উনি।”

উল্লেখ্য, গতকাল একটি ভিডিয়োয় নন্দিনীর স্বামী অভিযোগ করেন, কাউন্সিলর হওয়ার পর থেকেই তাঁর থেকে মুখ ফিরিয়েছেন তাঁর স্ত্রী। এর পিছনে জ্যোতিপ্রিয়র সঙ্গে অতিরিক্ত মেলামেশাকে দায়ী করেছেন। কাঠগড়ায় তুলেছেন জ্যোতি-নন্দিনীর ঘনিষ্ঠতাকে। এমনকী জয়ব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁর হার্ট অ্যাটাকের সময় তাঁর স্ত্রী নাকি জ্যোতিপ্রিয়র সঙ্গে দার্জিলিং ঘুরে এসেছেন। কাউন্সিলর হওয়ার পর জয়ব্রতকেই তাঁর বাড়িতে আসতে বারণ করেছেন নন্দিনী। এমনকী তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছেন। ক্রমাগত পুলিশি হেনস্থার স্বীকার হতে হচ্ছে জয়ব্রতকে বলে দাবি। এরপরই স্বেচ্ছামৃত্যু চেয়ে ভিডিয়ো করেন ওই ব্যক্তি। আর তারপরই ভাইরাল হয় সেটি। এই ঘটনার একদিন পর অবশেষে নন্দিনী টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন আদতে বালুর সঙ্গে তাঁর সম্পর্ক কী। তৃণমূল কাউন্সিলর পরিষ্কার বলেছেন জ্যোতিপ্রিয় এবং তিনি এক সঙ্গে তাঁরা জেলায় রাজনীতি করছেন।