TMC Meeting: বিকেলেই বৈঠকে অভিষেক, পার্থ-র বিদায় কি সময়ের অপেক্ষা?
TMC Meeting: পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দলীয় পদে তাঁকে রাখা হবে কি না, তা নিয়েই বৈঠক হবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা: রাজ্যের শিল্পমন্ত্রী ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ ছাড়া দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে। কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে যে ভাবে পার্থ-র বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে, তাতে তাঁর দলীয় ও প্রশাসনিক পদ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। জল্পনা বাড়িয়ে বৃহস্পতিবার সকালেই দলের মুখপাত্র কুণাল ঘোষ টুইটে দাবি করেছেন, পার্থ-কে অবিলম্বে দলের সব পদ থেকে সরানো হোক। এরপরই তৃণমূলের তরফে জানানো হয়েছে, এ দিনই বসছে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক। বৈঠকে থাকবে দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকেই পার্থ-র বিষয়ে দলের তরফে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রয়েছে রাজ্যের মন্ত্রিসভার বৈঠক। আর তারপরই বিকেল ৫ টায় বৈঠকে বসছে তৃণমূলের শৃঙ্খলা-রক্ষা কমিটি। সকালে কুণালের টুইটে যে ইঙ্গিত মিলেছে, সে ব্যাপারেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে অনুমান রাজনৈতিক মহলের। বিশ্লেষকরা বলছেন, পার্থ চট্টোপাধ্যায় কোনও সাধারণ নেতা নন, একজন হেভিওয়েট রাজনীতিক। তাই তৃণমূল তথা শাসক দলের পক্ষে তাঁর দায়িত্ব নেওয়া সম্ভব নাও হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দূরত্বের ইঙ্গিত আগেই মিলেছে। এবার দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হতে চলেছে কি না, সেটাই স্পষ্ট হবে এ দিনের বৈঠকের পর।
কুণাল ঘোষ এ দিন সকালে লিখেছিলেন, পার্থকে দলের সমস্ত পদ থেকে সরানো হোক। মন্ত্রিত্ব থেকেও সরানো হোক পার্থকে। পরে সেই টুইট মুছে দিয়ে তিনি লিখেছেন, সকালের টুইট ছিল তাঁর ব্যক্তিগত মত। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন, সুতরাং দলই দায়িত্ব নিয়েছে। তাই ব্যক্তিগত মত মুছে ফেলেছেন তিনি।
In my earlier tweet, I had expressed my opinion. Now, the party has taken up the issue. Avishek Banerjee has convened party meeting today 5pm at TMC bhawan. I have been told to attend that meeting also. So, as @AITCofficial has taken up the matter, I am deleting the personal one.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 28, 2022
এ বিষয়ে TV9 বাংলার তরফে কুণালকে প্রশ্ন করা হলে, তিনি জানান, দল কোনও অবস্থান বদল করছে না। পরিস্থিতি ও ঘটনাক্রম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পরিস্থিতি বদল হয়ে যাওয়ায় দলের মতও বদলাচ্ছে বলে দাবি তৃণমূল মুখপাত্রের।