Subhaprasanna: ও রকম কাক আঁকা শিল্পী অনেক আছে, মমতা ছাড়া শুভাপ্রসন্নর দাম নেই: তৃণমূল বিধায়ক
Subhaprasanna: তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ গতকাল কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন শুভাপ্রসন্নকে। বলেছেন, তিনি অত্যন্ত বাড়াবাড়ি করছেন। শুভাপ্রসন্নের কোনও কমিটির পদ বা জমি লাগবে কি না, সেই বিষয়টি দলের খোঁজ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছিলেন।
কলকাতা: বাংলা ভাষায় ‘দাওয়াত’ ও ‘পানি’র মতো শব্দগুলির ব্যবহারে আপত্তির কথা শুনিয়েছিলে শুভাপ্রসন্ন। তথাকথিত তৃণমূলপন্থী বুদ্ধিজীবী শুভাপ্রসন্নের এ হেন মন্তব্যের তৎক্ষনাৎ আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে শুভাপ্রসন্ন এক সংবাদমাধ্যমকে জানান, মুখ্যমন্ত্রী ‘রাজনৈতিক অসুবিধার’ কারণে ওই আপত্তি জানিয়েছিলেন। আর এই মন্তব্যের থেকেই শুরু হয় যাবতীয় বিতর্ক। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ গতকাল কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন শুভাপ্রসন্নকে। বলেছেন, তিনি অত্যন্ত বাড়াবাড়ি করছেন। শুভাপ্রসন্নের কোনও কমিটির পদ বা জমি লাগবে কি না, সেই বিষয়টি দলের খোঁজ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছিলেন।
এবার তৃণমূলের আরও এক বিধায়কের নিশানায় শুভাপ্রসন্ন। ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি আরও একধাপ এগিয়ে বললেন, ‘উনি কাক এঁকে বড় শিল্পী হয়েছেন। আমি মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে না এলে ওনাকে কেউই চিনত না। আমি আজও চ্যালেঞ্জ করে বলতে পারি, শুভাপ্রসন্নবাবুকে বাংলার মানুষ ক’জন চেনেন? ভগবানগোলার দশজন মানুষও চেনেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিলে, ওনার আর কোনও দাম আছে বলে আমি মনে করি না। ওরকম কাক এঁকে শিল্পী অনেক আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে না এলে উনি তলিয়ে যাবেন।’
ইদ্রিস আলির কথায়, শুভাপ্রসন্ন বাঙালি মুসলমানদের অপমান করেছেন। তাঁর ক্ষমা চাওয়া উচিত বলেও মনে করছেন বিধায়ক। তিনি যদি ক্ষমা না চান, তাহলে কি তৃণমূলের উচিত তার সঙ্গে দূরত্ব তৈরি করা? সাংবাদিকদের প্রশ্নে এই বিষয়ে সরাসরি অবশ্য কোনও মন্তব্য করতে চাননি তিনি। বরং, বিষয়টি দলের সিদ্ধান্তের উপরেই ছেড়ে দেন তৃণমূল বিধায়ক। তবে কুণাল ঘোষ গতকাল যেভাবে আক্রমণাত্মক মেজাজে নিশানা শানিয়েছেন শুভাপ্রসন্নকে, তারপর ইদ্রিস আলির এই ঝাঁঝালো আক্রমণ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, গতকাল কুণালের বক্তব্যের পর শুভাপ্রসন্ন জানিয়েছিলেন, তিনি কী করেছেন, বা কী পেয়েছেন, তা সবাই জানেন। নিজের ত্যাগের কথা শুনিয়ে বলেছিলেন, ‘৭৬ বছর বয়সে এসে আমি আর কী নেব?’