Ration Scam: দুর্নীতি প্রমাণ করতে পারলে নাকখত দিয়ে রাজনীতি ছেড়ে দেব: শওকত
Saokat Molla: নওশাদকে সেই আক্রমণের প্রেক্ষিতে শুক্রবার ফের মুখ খুললেন ক্যানিং পূর্বের বিধায়ক। বললেন, "নওশাদ বর্তমানে মানুষের থেকে বিচ্ছিন্ন। আমি কি খাদ্যমন্ত্রী ছিলাম নাকি খাদ্য দফতরে চাকরি করতাম? খাদ্য দফতরের সঙ্গে আমার কী যোগ?"
কলকাতা: রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) গ্রেফতার হওয়ার পর রাজ্য রাজনীতিতে ব্যাপক কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। আর এসবের মধ্যেই বৃহস্পতিবার বিস্ফোরক অভিযোগ তুলেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddiqui)। নওশাদের সন্দেহ, রেশন দুর্নীতির সঙ্গে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla) বা তাঁর পরিবারের কেউ জড়িত থাকতে পারেন। সেই নিয়ে গতকালই নওশাদকে একহাত নিয়েছিলেন তৃণমূল বিধায়ক। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শওকত বলেছিলেন, কিছু প্রমাণ করতে পারলে রাজনীতিতে থেকে স্বেচ্ছায় বিদায় নেবেন তিনি।
নওশাদকে সেই আক্রমণের প্রেক্ষিতে শুক্রবার ফের মুখ খুললেন ক্যানিং পূর্বের বিধায়ক। বললেন, “নওশাদ বর্তমানে মানুষের থেকে বিচ্ছিন্ন। আমি কি খাদ্যমন্ত্রী ছিলাম নাকি খাদ্য দফতরে চাকরি করতাম? খাদ্য দফতরের সঙ্গে আমার কী যোগ? উনি যা বলছেন, হিম্মত থাকলে তা প্রমাণ করুন। এতটুকু প্রমাণ করতে পারলে, নাকখত দিয়ে রাজনীতি ছেড়ে চলে যাব। নাহলে, উনি নাকখত দিয়ে বাংলার মানুষের থেকে ক্ষমা চান। উনি আসলে বর্তমানে একজন অস্তিত্ববিহীন নেতা।”
সামনেই ভাঙড়ে বিজয়া সম্মিলনী রয়েছে। আগামী ৫ নভেম্বর ভাঙড়ের দুই জায়গায় বিজয়া সম্মিলনী রয়েছে তৃণমূলের। সেখানে নওশাদকেও আমন্ত্রণ জানালেন শওকত। বললেন, “ওনারই বিধানসভা এলাকার মধ্যে দু’টি বিজয়া সম্মিলনী হবে। নওশাদ সাহেব ওখানে এলে আমি খুব খুশি হব। উনি এসে, ওনার বক্তব্য বলুন। আমি নিশ্চিতভাবে খুব আনন্দিত হব। কিন্তু উনি আসবেন কীভাবে! সৎ সাহস নেই তো।”