Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: রবিবার ইডেনে যাচ্ছেন? ম্যাচ শেষে আপনার অপেক্ষায় থাকবে স্পেশাল মেট্রো

India vs South Africa Match: ইডেনে বাইশ গজের মহারণ শেষে দর্শকদের বাড়ি ফেরার জন্য বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে রাতে। ম্যাচ শেষে এসপ্ল্যানেড স্টেশনে দর্শকদের জন্য অপেক্ষায় থাকবে মেট্রো। ইডেনের ম্যাচ শেষের পর এসপ্ল্যানেড স্টেশন থেকে এক জোড়া স্পেশাল মেট্রো ছাড়বে।

Kolkata Metro: রবিবার ইডেনে যাচ্ছেন? ম্যাচ শেষে আপনার অপেক্ষায় থাকবে স্পেশাল মেট্রো
কলকাতা মেট্রোর স্পেশাল পরিষেবাImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2023 | 3:30 PM

কলকাতা: রবিবার ইডেনে হাইভোল্টেজ ম্যাচ। বিশ্বকাপের (ICC World Cup 2023) মহারণে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। রোহিত, বিরাটদের জন্য গলা ফাটাতে ইডেনের (Eden Gardens) গ্যালারিতে উপচে পড়বে ভিড়। শহর ও শহরতলির ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা রাখছে কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষও। ইডেনে বাইশ গজের মহারণ শেষে দর্শকদের বাড়ি ফেরার জন্য বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে রাতে। ম্যাচ শেষে এসপ্ল্যানেড স্টেশনে দর্শকদের জন্য অপেক্ষায় থাকবে মেট্রো। ইডেনের ম্যাচ শেষের পর এসপ্ল্যানেড স্টেশন থেকে এক জোড়া স্পেশাল মেট্রো ছাড়বে।

রাত পৌনে ১১টায় এসপ্ল্য়ানেড স্টেশন থেকে ছাড়বে এই বিশেষ মেট্রো পরিষেবা। এখটি যাবে দক্ষিণেশ্বরের দিকে এবং অন্যটি যাবে কবি সুভাষের দিকে। দু’টি মেট্রোই রাত ১১টা ১৮ মিনিটে পৌঁছে যাবে দক্ষিণেশ্বর ও কবি সুভাষে। যাত্রাপথে মধ্যবর্তী সব ক’টি স্টেশনে থামবে এই স্পেশাল মেট্রোগুলি। ফলে খেলা দেখে রাতে বাড়ি ফেরা নিয়ে আর চিন্তা থাকছে না আপনার। ইডেনের ম্যাচ শেষের পর খুব অল্প সময়ের মধ্যেই আপনি বাড়ি পৌঁছে যেতে পারবেন।

এর আগেও বিভিন্ন সময়ে কলকাতা মেট্রোর তরফে শহর ও শহরতলির ক্রীড়াপ্রেমীদের জন্য স্পেশাল মেট্রো পরিষেবার ব্যবস্থা করেছে। আইএসএলের মরশুম হোক কিংবা আইপিএলের মরশুম, বা কলকাতা ডার্বির দিনগুলি… বিভিন্ন সময়ে কলকাতা মেট্রোর তরফে স্পেশাল পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। এবার মেট্রোর তরফে বিশ্বকাপের জন্যও ইডেন ফিরতি ক্রিকেটপ্রেমীদের জন্য রাতে বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা রাখা হচ্ছে।