TMCP JU: ‘কেন ক্লাস হচ্ছে না?’, যাদবপুরের সহ-উপাচার্যকে আঙুল উঁচিয়ে প্রশ্ন তৃণমূল ছাত্র নেতার

JU: সোশিওলজি বিভাগে গবেষণা করেন সঞ্জীব। ছাত্র কিংবা ছাত্রনেতার এমন ছবি নিঃসন্দেহে হতবাক করছে সকলকে। যদিও সঞ্জীব কৃতকর্মে মোটে দোষ খুঁজে পাননি। ছাত্রনেতার আত্মপক্ষ সমর্থন করে দাবি, ‘ক্যাম্পাসে ক্লাস হচ্ছে না, ক্লাস করাতে বলেছি’। 

TMCP JU: ‘কেন ক্লাস হচ্ছে না?', যাদবপুরের সহ-উপাচার্যকে আঙুল উঁচিয়ে প্রশ্ন তৃণমূল ছাত্র নেতার
অভিযুক্ত ছাত্রনেতা সঞ্জীব প্রামাণিক।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 4:41 PM

কলকাতা: যাদবপুরে ছাত্র নেতার ‘হুমকি’ দেওয়ার অভিযোগ। সহ-উপাচার্যকে আঙুল তুলে চোখ রাঙানি শাসকদলের ছাত্রনেতার! অভিযুক্ত সঞ্জীব প্রামাণিক। তিনিই সহ-উপাচার্যকে হুমকি দেন বলেন অভিযোগ। প্রশ্ন তোলেন, ‘কেন ক্লাস হচ্ছে না? রিপোর্ট নিচ্ছেন না কেন?’। এমনকী ‘এখনই ক্লাসের খাতা দেখুন’ বলেও সহ উপাচার্যকে চমক ধমক দিতে থাকেন সঞ্জীব। সোশিওলজি বিভাগে গবেষণা করেন সঞ্জীব। ছাত্র কিংবা ছাত্রনেতার এমন ছবি নিঃসন্দেহে হতবাক করছে সকলকে। যদিও সঞ্জীব কৃতকর্মে মোটে দোষ খুঁজে পাননি। ছাত্রনেতার আত্মপক্ষ সমর্থন করে দাবি, ‘ক্যাম্পাসে ক্লাস হচ্ছে না, ক্লাস করাতে বলেছি’।

সঞ্জীব প্রামাণিক বলেন, “৯ তারিখের পর থেকে প্রায় ৯ দিন কেটে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আতঙ্কিত। তাঁদের পড়াশোনার অধিকার খর্ব হচ্ছে। ঠিকমতো ক্লাস হচ্ছে না। আমাদের তো বিশ্ববিদ্যালয় বাঁচাতে হবে। এখানকার পঠনপাঠন বাঁচাতে হবে। এক সপ্তাহ ধরে ক্লাস নিয়ে কোনও উত্তর নেই। পড়ুয়ারা আসছে, ফিরে যাচ্ছে। তারা, পরিবারের লোকেরা তো বুঝতেই পারছেন না।”

কিন্তু তা বলে একজন ছাত্রনেতার উদ্ধত তর্জনী সহ-উপাচার্যের দিকে উঠবে? সঞ্জীব বলছেন তিনি প্রতিবাদ করেছেন মাত্র। সঞ্জীব প্রামাণিক বলেন, “পড়ুয়াদের ক্লাসের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সেটাই কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছি। ওনারা আদৌ জানেন কি না জানতে চেয়েছি। আঙুল তোলার বিষয় নয়। দিনের পর দিন ক্যাম্পাসকে ওনারা অসংরক্ষিত করে রেখেছেন। তাঁদের কোনও হেলদোল। কিছুই কানে তোলেন না। আমার মনে হয় এটা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করা এবং তাঁদের কাছে প্রশ্ন রাখা।”