Today Weather Update: বর্ষার জলে মিশছে নিম্নচাপ, দুর্যোগের জন্য তৈরি থাকুন

Weather Update: কলকাতায় মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৫ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য। মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

Today Weather Update: বর্ষার জলে মিশছে নিম্নচাপ, দুর্যোগের জন্য তৈরি থাকুন
কী বলছে হাওয়া অফিস? Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2024 | 11:15 AM

কলকাতা: বর্ষার সঙ্গে জুড়ছে নিম্নচাপ। ফলে সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে শুক্রবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব সব থেকে বেশি থাকবে। তার জেরেই ১৭ তারিখের পর থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।

কলকাতায় মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৫ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য। মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি কমলেও ফের শুক্রবার থেকে ঘুরবে হাওয়া।

বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। তবে শনিবার ও রবিবার বৃষ্টি বাড়বে। প্রসঙ্গত রবিবার ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবস সেদিন।

দক্ষিণ ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে। মৌসুমী অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাটে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশা সংলগ্ন এলাকায়।