Weather Update: আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ভাসাবে একাধিক জেলা

Weather Update: নতুন করে প্লাবিত হতে পারে এলাকা। পার্বত্য এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে। এদিনই নতুন করে কালিম্পংয়ে এনএইচ-১০-এ ধস নামে। সিকিম, ভুটান, অসম, মেঘালয়ে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। তার ফলে দুর্ভোগ চলবে উত্তরবঙ্গের নিচু এলাকাতে। আগামী ২৪ ঘণ্টায় নিচের দিকের তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার পর্যন্ত।

Weather Update: আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ভাসাবে একাধিক জেলা
ভোর থেকে বৃষ্টিতে জল জমেছে কলকাতাতেও। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2024 | 10:47 AM

কলকাতা: শুক্রবার ভোর থেকে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ শহরতলি ও একাধিক জেলায়। আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর সক্রিয় হওয়ায় জেলাগুলিতে তিনদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে দিনভর মূলত মেঘলা আকাশ। শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুর্যোগ কাটছে না উত্তরবঙ্গের বরাত থেকে। আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

নতুন করে প্লাবিত হতে পারে এলাকা। পার্বত্য এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে। এদিনই নতুন করে কালিম্পংয়ে এনএইচ-১০-এ ধস নামে। সিকিম, ভুটান, অসম, মেঘালয়ে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। তার ফলে দুর্ভোগ চলবে উত্তরবঙ্গের নিচু এলাকাতে। আগামী ২৪ ঘণ্টায় নিচের দিকের তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার পর্যন্ত।

শুক্রবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুরদুয়ার জেলায়। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়।