Train Accident: ইঞ্জিনের ওপর উঠল বগি, ছিটকে গিয়ে দুমড়ে গিয়েছে কামরা, ভয়ঙ্কর দুর্ঘটনা শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে

Train Accident: লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে উল্টে গিয়েছে দুটি কামরা। একাধিক জনের আহত হওয়ার খবর মিলছে। নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। তাতেই দুর্ঘটনা।

Train Accident: ইঞ্জিনের ওপর উঠল বগি, ছিটকে গিয়ে দুমড়ে গিয়েছে কামরা, ভয়ঙ্কর দুর্ঘটনা শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে
দুর্ঘটনার কবলে শিয়ালগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2024 | 10:00 AM

কলকাতা: দুর্ঘটনার মুখে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে উল্টে গিয়েছে দুটি কামরা। একাধিক জনের আহত হওয়ার খবর মিলছে। নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। তাতেই দুর্ঘটনা।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন সবেমাত্র ছেড়ে কিছুটা দূরে এগিয়েছিল। রাঙাপানি এলাকায় ট্রেন পৌঁছতেই উল্টোদিক থেকে চলে আসে একটি মালগাড়ি। মালগাড়ির ধাক্কায় ছিটকে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটো বগি। লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে দুটি বগি। রেল সূত্রে আপাতত জানা গিয়েছে, ছিটকে পড়া দুটো বগি একেবারেই দুমড়ে মুচড়ে গিয়েছে।

sealdah kanchanjunga express

দুর্ঘটনার কবলে শিয়ালগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

কারোর মৃত্যু হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট করেনি রেল। তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছাচ্ছে রেলের আধিকারিকরা, আরপিএফ, জিআরপিএফ কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছেন।  প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজ শুরু করেছেন। কী ভাবে ঘটনাটি ঘটল, তা এখন তদন্ত সাপেক্ষ। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সিগন্যালিংয়ের সমস্যার কারণেই একই লাইনে চলে এসেছিল মালগাড়িটি। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মালগাড়িটি কোন জায়গায় এসে গতি বাড়ায়, কিংবা কোথায় সিগন্যাল ছিল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সিগন্যাল ফেল করেছিল কিনা, সবটাই খতিয়ে দেখা হচ্ছে।