RG Kar Medical: রাতারাতি বদল আরজি করের ডেপুটি সুপার, ছাত্র আন্দোলনের জের? উঠছে প্রশ্ন
Deputy Super: সুপ্রিয় চৌধুরী নতুন দায়িত্ব নিয়ে আলিপুরদুয়ারে যাচ্ছেন। ডেপুটি সিএমওএইচ-২ পদে কাজ করবেন তিনি।
কলকাতা: রাতারাতি বদল করা হল আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar Medical College) ডেপুটি সুপার। এতদিন শহরের এই প্রথম সারির মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার পদে ছিলেন সুপ্রিয় চৌধুরী। এবার সেই পদে আনা হল ত্রিদিব মুস্তাফিকে। অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ডেপুটি সিএমওএইচ-২ পদে বদলি করা হয়েছে সুপ্রিয় চৌধুরীকে।
এই ‘শাফল’কে কোনও ভাবেই রুটিন বদলি হিসাবে তকমা দিতে নারাজ ওয়াকিবহাল মহল। গত কয়েকদিনে ছাত্র আন্দোলনের জেরে বার বার শিরোনামে উঠে এসেছে আরজি কর হাসপাতালের নাম। তারই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুপ্রিয় চৌধুরীকে উত্তরবঙ্গে পাঠানোর সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন চিকিৎসকমহল।
আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিকবার ছাত্র ছাত্রীরা সরব হন। তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ দেখান। মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে পোস্টারও পড়ে। যেখানে অধ্যক্ষের পদত্যাগের দাবি করা হয়। সেই ঘটনা ঘিরে সেখানকার এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠকে অসুস্থ হয়ে কার্ডিওলজি বিভাগে ভর্তি পর্যন্ত হতে হয়। এই টানাপোড়েনের প্রসঙ্গে এসএসকেএমে মুখ্যমন্ত্রীর বৈঠকেও উঠে আসে। কী নিয়ে আরজি করে গোলমাল, কেন দিনের পর দিন এই অশান্তি চলছে তা নিয়ে কথাও হয়।
একাধিক দাবি-দাওয়াকে কেন্দ্র করে গত অগস্ট মাসে একবার আরজি করের অধ্যক্ষকে ঘেরাও করেছিলেন ডাক্তারি পড়ুয়ারা। সেই সময় কোনও মতে গোটা বিষয়টি ধামাচাপা পড়লেও সম্প্রতি আবার পড়ুয়াদের বিক্ষোভ শুরু হয় হাসপাতালে। অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক বিতর্কিত পোস্টার দেয় বিক্ষোভকারীরা। প্রিন্সিপালের বিরুদ্ধে লেখা সেই পোস্টারগুলি খুলে নেওয়ার নির্দেশ দেন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ।
সূত্রের খবর, এরপরই সঞ্জয় বশিষ্ঠকেও ঘেরাও করা হয়। তিনি সুগারের রোগী। জলও পর্যন্ত খেতে পারেননি বলে গুরুতর অভিযোগ ওঠে। এরপর তিনি অসুস্থ হয়ে পড়ায় প্রথমে এমারজেন্সি এবং পরে আইসিইউ-তে ভর্তি করা হয়।
চিকিৎসক পড়ুয়াদের অভিযোগ ছিল, অধ্যক্ষ সন্দীপ ঘোষ স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছেন। ১২ দফা দাবিতে চলা আন্দোলনে হস্টেল সমস্যার বিষয় যেমন ছিল, তেমনই ছিল চিকিৎসক পড়ুয়াদের হেপাটাইটিস বি টিকাকরণ না হওয়া, কলেজ চত্বরে ছাত্র-ছাত্রীদের গতিবিধি নিয়ন্ত্রণ এবং সর্বোপরি হস্টেল কমিটি গঠন নিয়ে চিকিৎসক পড়ুয়াদের অসন্তোষ।
ছাত্র বিক্ষোভ নিয়ে আইএমএ’র রাজ্য সম্পাদক শান্তনু সেনের বক্তব্য ছিল, “ছাত্রদের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের মান অভিমান, দাবি দাওয়া। এটা একেবারেই একটা পরিবারের মধ্যে বিষয়। আলোচনার মাধ্যমেই তা মিটে যাবে। আরজি করের যে ঐতিহ্য, গরিমা তা স্বমহিমায় বজায় থাকবে।”
এসবের আবহেই শুক্রবার রাতে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের স্বাস্থ্য দফতর। সেখানে বলা হয় সুপ্রিয় চৌধুরী নতুন দায়িত্ব নিয়ে আলিপুরদুয়ারে যাচ্ছেন। ডেপুটি সিএমওএইচ-২ পদে কাজ করবেন তিনি। আরজিকরের ডেপুটি সুপার পদের দায়িত্ব সামলাবেন ত্রিদিব মুস্তাফি।
আরও পড়ুন: Weather Update: রণংদেহী মূর্তিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আজ থেকেই টের পাবে বাংলা